• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩১, ২০১৯, ০৪:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩১, ২০১৯, ০৪:৪৮ পিএম

রোববার থেকে ৩ দেশ সফর শুরু সিইসির

রোববার থেকে ৩ দেশ সফর শুরু সিইসির

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ভারত, রাশিয়া ও দুবাই সফর করবেন। এ সফর শুরু হবে ভারত দিয়ে। আগামীকাল রোববার (১ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সিইসি।

নির্বাচন কমিশনের সহকারি পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতের বেঙ্গালুরুতে ২ থেকে ৪ সেপ্টেম্বর চতুর্থ বিশ্ব নির্বাচন সংস্থার সাধারণ পরিষদে (এ-ডব্লিউবি) অংশ নিতে রোববার ভারতের উদ্দেশ্যে রওনা হবেন সিইসি।এছাড়া ভারতের সাধারণ পরিষদে অংশ নেয়ার পর ‘নির্বাচনি প্রক্রিয়ায় ডিজিটালাইজেশনে মানবিক দিক’ নিয়ে রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেবেন। যা ৬ থেকে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সেখানে অবস্থানকারে সিইসি বাংলাদেশ নির্বাচন কমিশন ও রাশিয়ার কেন্দ্রিয় নির্বাচন কমিশন ফেডারেশনের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বিষয়ক একটি (MOU) চুক্তি স্বাক্ষর করবেন।

মস্কো থেকে ঢাকা ফেরার পথে দুবাইয়ের রাষ্ট্রদূত ও অন্যান্যদের সঙ্গে প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন বিষয়ে ১০ সেপ্টেম্বর মিটিং করবেন সিইসি। ৩ দেশ ভ্রমণ শেষে আগামী ১১ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।


এইচএস/  একেএস

আরও পড়ুন