• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২০, ০৪:২১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৮, ২০২০, ০৪:২৩ পিএম

‘নির্বাচন এগোনো বা পেছানো সম্ভব কি না- কমিশন বসে সিদ্ধান্ত নেবে‍’

‘নির্বাচন এগোনো বা পেছানো সম্ভব কি না- কমিশন বসে সিদ্ধান্ত নেবে‍’
রফিকুল ইসলাম - ফাইল ছবি

সিটি নির্বাচনের তারিখ এগোনো কিংবা পেছানো সম্ভব কি না তা নির্বাচন কমিশন (ইসি) একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। শনিবার (১৮ জানুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আগামী ৩০ জানুয়ারি সিটি করপোরেশন নির্বানের দিন সরস্বতী পূজা পড়ায় নির্বাচন পেছানোর জন্য আন্দোলন করছে ছাত্র সমাজ।

ভোটের তারিখ এগোনো কিংবা পেছানোর সুযোগ আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুযোগ আছে কি না সেটা এক জিনিস আর সম্ভব কি না সেটা আরেক জিনিস। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, আদালত যদি বলে তাহলে তো আমাদের ভোট পেছাতেই হবে।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, জাতিগতভাবে আমরা প্রতিটা ‘কিছু’ নিয়ে আন্দোলন করি। কিন্তু কতটা যৌক্তিক এসব বিষয় দেখেই সিদ্ধান্ত নিতে হয় সরকারকে অথবা অন্য প্রতিষ্ঠানকে। সব কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়।

ভোটের দিন নিরাপত্তা বিষয়টি দেখতে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে বলে জানান তিনি।

এইচএস/ এফসি