• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০৭:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২১, ২০২০, ০৭:৪৬ পিএম

হামলা নি‌জে‌দের সৃ‌ষ্টি : আতিক

হামলা নি‌জে‌দের সৃ‌ষ্টি : আতিক

ঢাকা উত্তর সি‌টি ক‌র্পো‌রেশ‌ন নির্বাচ‌নে বিএনপির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়ালের ওপর হামলা ‘নি‌জে‌দের সৃ‌ষ্টি’ ব‌লে দা‌বি ক‌রে‌ছেন আওয়ামী লী‌গের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। মঙ্গলবার দুপু‌রে উত্তর সি‌টি ক‌র্পো‌রেশ‌নের নির্বাচনি প্রচারনা চালা‌নোর সম‌য়ে 'বেরাইদ মুসলিম হাইস্কুল' মাঠে এক পথসভায় বক্তব্য রাখ‌তে গি‌য়ে  তি‌নি এ কথা বলেন।

প্রতিদ্বন্দী প্রার্থী তা‌বিথ আউয়া‌লের প্রচারনায় হামলা প্রস‌ঙ্গে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে আতিকুল ইসলাম বলেন, ‘হামলার বিষয়ে এখনো শুনিনি। তারা নিজেরা সংঘর্ষ বাধাতে পারেন।’

এ সময় সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, 'গুলশান-বারিধারা-বনানীর রাস্তার চেয়েও সুন্দর রাস্তা করবো এই বেরাইদে। এখানকার খালগুলো উদ্ধার করে হাতিরঝিলের চেয়েও সুন্দর খাল করা হবে। এখানকার এলাকাবাসীকে হাতিরঝিলে যেতে হবে না।'

তিনি বলেন, ‘বেরাইদ এলাকায় এর আগেরবার অনেক দুর্ভোগ দেখেছি। ১০০ ফুট সড়ক ছাড়া আর কোনো বড় সড়ক নেই। এখানকার সব সড়ক সরু। সেগুলোর প্রশস্তকরণ করব। এখানকার সড়কে বাতি নেই, বৃষ্টি হলেই পানি জমে। এই এলাকাকে নিয়ে মাস্টার প্ল্যান করা হয়েছে।’ 

এ ছাড়া বেরাইদ এলাকায় কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলমের প্রস্তাবিত স্টেডিয়াম করা হবে এবং এ বিষয়ে সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করা হবে বলে জানান আতিকুল ইসলাম। এ সময় ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

এএইচএস/এমএইচবি