• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০, ০৬:২০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২২, ২০২০, ০৬:২০ পিএম

নির্বাচিত হলে পুরান ঢাকার সরু রাস্তা প্রশস্ত করবো : মিলন 

নির্বাচিত হলে পুরান ঢাকার সরু রাস্তা প্রশস্ত করবো : মিলন 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয় পার্টি মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, পুরাতন শহরের বেশির ভাগ রাস্তা সরু। যার কারণে এ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে যথাসময়ে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে না। রাস্তা সরুর কারনে অসুস্থ রোগী যথাসময়ে হাসপাতালে পৌছাতে পারেন না। নির্বাচিত হতে পারলে সরু রাস্তা প্রশস্ত করবো। 

বুধবার দিনব্যাপী পুরান ঢাকার শহীদ নগর, আমলিগোলা দ্বিতীয় লেন, বউবাজার, রাজনারায়ণধর রোড, বালুঘাট মসজিদ রোড, চৌধুরী বাজার, নবাবগঞ্জ, কিল্লার মোড়, শ্মশানঘাট এলাকায় গণসংযোগ ও প্রচারণায় অংশ নেয়ার সময় ভোটারদের মাঝে এমন প্রতিশ্রুতি দেন জাপা প্রার্থী।

মিলন বলেন, প্রতিদিন প্রায় পঞ্চাশ লক্ষ ভাসমান লোক ঢাকায় আসে। তাদের জন্য পর্যাপ্ত টয়লেট নেই। আমি নির্বাচিত হলে উন্নত মানের টয়লেটের ব্যবস্থা করবো। প্রচারণাকালে তিনি বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন। 

গণসংযোগকালে হাজী মিলনের দুই পুত্র রাকিব উদ্দিন আবির, শাকিব উদ্দিন শিফান ছাড়াও স্থানীয় জাপা নেতা মোক্তার হোসেন, আকতার হোসেন আউয়াল, কামাল হোসেন, মকবুল হোসেন, শারাফত হোসেন জুয়েল, রাহাদ ইসলামসহ স্থানীয় জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিএস/ এমএইচবি