• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০, ০৭:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৩, ২০২০, ০৭:৫৫ পিএম

‘আতিকুলের বিরুদ্ধে করা অভিযোগগুলো অসত্য’

‘আতিকুলের বিরুদ্ধে করা অভিযোগগুলো অসত্য’

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দুটি অভিযোগের একটিরও সত্যতা পাননি রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে এ তথ্য জানান উত্তরের রিটার্নিং কর্মকর্তা।

আবুল কাসেম বলেন, প্রথম যে অভিযোগ ছিল আতিকুল ইসলাম আচরণবিধি ভঙ করেছেন। ওইখানে তিনি (তাবিথ) যে ছবিগুলো দিয়েছেন, সেগুলো ওই দিনের ছিল না। ওখানে চারটা ছবি ছিল। তার মধ্যে দুইটা ছবিতে তারিখ ও সময় বলা ছিল। ওই ছবি দুটোতে আতিকুল ইসলাম ছিলেন না। অন্য যে দুটো ছবি, সেখানে আতিকুল ইসলাম ছিলেন। আমার কথা হলো- একই ক্যামেরা দিয়ে তুললে দুটোতে থাকবেন আর দুটোতে থাকবেন না কেন? ওই ছবিগুলো ফেক (ভুয়া) ছিল।

আরেক অভিযোগের বিষয় স্মরণ নেই বলে জানান রিটার্নিং কর্মকর্তা। তবে সেখানেও অভিযোগের সত্যতা পাননি বলেও জানান আবুল কাসেম।

১৯ জানুয়ারি (রোববার) ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ সচিব আতিয়ার রহমানের এক চিঠিতে বলেছিলেন, ‘বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের ‘নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আমার নির্বাচনি প্রচারণারত মাইক্রোফোন ভাঙচুর’ এবং ‘নৌকা প্রতীকের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন’ বিষয়ক গত ১৩ জানুয়ারি (সোমবার) দাখিল করা আবেদনের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

এইচএস/এসএমএম

আরও পড়ুন