• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০৩:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২০, ০৩:৫৪ পিএম

পুনর্বাসন ছাড়া কোনও বস্তি উচ্ছেদ নয় : তাবিথ

পুনর্বাসন ছাড়া কোনও বস্তি উচ্ছেদ নয় : তাবিথ
পথসভায় বক্তব্য রাখেন তাবিথ আউয়াল ● জাগরণ

গ ণ সং যো গ

পুনর্বাসন ছাড়া কোনও বস্তিবাসীকে উচ্ছেদ করা হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন- ডিএনসিসি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন মোশাররফ বাজার গেট এলাকায় গণসংযোগকালে পথসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় ১৯ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত প্রার্থী ফারুক হোসেন ভূঁইয়া, ২০ নম্বর ওয়ার্ডের বিএনপির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী পেয়ারা মোস্তফা উপস্থিত ছিলেন। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, খন্দকার আবু আশফাক, আহসান উল্লাহ হাসান, সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাবেক সহ সভাপতি আলী আকবর চুন্নু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলটনসহ আরও অনেকে গণসংযোগকালে উপস্থিত ছিলেন।

কড়াইল বস্তিবাসীদের উদ্দেশে তাবিথ আউয়াল বলেন, গুলশান-বনানীতে বিত্তবানরা বসবাস করেন, পাশেই কড়াইল বস্তিতে হতদরিদ্রদের বসবাস। ধনি-দরিদ্রের এমন বৈষম্য থাকতে পারে না। তাই তাদের জন্য আগে দীর্ঘ মেয়াদী পুনর্বাসন ব্যবস্থা করতে হবে।

তাবিথ আউয়াল বলেন, সময় এসেছে অপশক্তিকে রুখে দাঁড়ানোর। সামনে অনেক ভয়-ভীতি আসতে পারে। ভয়কে জয় করে ঐক্যবদ্ধ হয়ে ব্যালটের মাধ্যমে অপশক্তির বিরুদ্ধে জবাব দিবেন। নিজেদের উন্নয়নে, ঢাকার উন্নয়নে ১ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিবেন।

টিএস/এসএমএম

আরও পড়ুন