• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০৫:১৩ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২০, ০৫:১৪ পিএম

সংঘর্ষ-হামলা কখনই কাম্য নয় : বিট্রিশ হাই কমিশনার  

সংঘর্ষ-হামলা কখনই কাম্য নয় : বিট্রিশ হাই কমিশনার  
ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টের সাথেক কথা বলছেন ইশরাক হোসেন ● জাগরণ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্ট ডিকসন বলেছেন, নির্বাচনি প্রচারে সংঘর্ষ-হামলার ঘটনা প্রত্যাশিত নয়। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।

রোববার (২৬ জানুয়ারি) বিকাল ৩ টা ২০ মিনিটে রাজধানীর পুরান ঢাকার গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসির বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের কাছে এ মন্তব্য করেন তিনি। এর আগে ২ টা ৪০ মিনিতে সাক্ষাতের জন্য গোপিবাগে আসেন রবার্ট।

রবার্ট চ্যাটার্টন বলেন, সব মেয়র প্রার্থীদের সঙ্গে দেখা করছি। তারই অংশ হিসেবে বিএনপির প্রার্থীর সঙ্গে দেখা করতে এসেছি। এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, শান্তিপূর্ণ ও অবাধ সুষ্ঠু হওয়া সকলেরই কাম্য। আশা করবো সুষ্ঠু নির্বাচন হবে।

রবার্ট বলেন, ইলেকশন কমিশনের সাথেও দেখা করেছি। কথা বলেছি। তারাও তাদের নির্বাচন পরিচালনা কথা জানিয়েছেন আমাকে।

ইশরাকের গণসংযোগে হামলার ঘটনা সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে রবার্ট বলেন, নির্বাচনের প্রতিযোগিতায়  সংঘর্ষ-হামলা কোনওভাবেই হওয়া উচিত নয়। কোনও সংঘর্ষ প্রত্যাশা করি না। আশা করবো সবাই মিলে শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করবেন।

টিএস/এসএমএম

আরও পড়ুন