• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২০, ০৯:২৭ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৭, ২০২০, ০৯:৩২ এএম

গোপীবাগে নির্বাচনি প্রচারণায় সংঘর্ষ

অর্ধশত বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে আ.লীগের মামলা

অর্ধশত বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে আ.লীগের মামলা
রোববার টিকাটুলীতে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় ● সংগৃহীত

রাজধানীর টিকাটুলীতে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে ৪০-৫০ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাকসুদ আহমেদ বাদী হয়ে এই মামলা করেন।

একই ঘটনায় বিএনপির পক্ষ থেকে ছাত্রদলের এক কর্মী মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ রয়েছে। এমনকি কয়েকজন আইনজীবী ওয়ারী থানায় মামলা করতে গেলেও তাদের ফিরিয়ে দেয়া হয় বলেও অভিযোগ করেছেন বিএনপির এক নেতা।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে নির্বাচনি প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ওই সংঘর্ষে প্রায় ২৬ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসএমএম

আরও পড়ুন