• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২০, ০৬:০৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১, ২০২০, ০৬:০৫ পিএম

হামলার ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে : র‌্যাব ডিজি 

হামলার ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে : র‌্যাব ডিজি 
র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ● ফাইল ছবি

অনলাইন পোর্টাল নিউজ ডটকমের প্রতিবেদক সুমনের ওপর হামলার ঘটনার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ওই ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে হামলায় আহত সুমনকে দেখতে গিয়ে এ কথা বলেন র‌্যাব ডিজি বেনজীর আহমেদ। এ সময় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব) এর সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি অধ্যাপক ডা. আলাউদ্দিন জানান, মোস্তাফিজুর রহমান সুমনের অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত। তাকে হাসপাতালের নিউরো সার্জারী ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

ডা. আলাউদ্দিন জানান, সুমনের মাথার আঘাত ততটা ডিপ হয়নি। ভোতা কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। তবে ৬টি সেলাই লেগেছে। 

রাজধানীর রায়ের বাজারের জাগো ফাউন্ডেশন উচ্চ বিদ্যালয়ে সিটি নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন অনলাইন পোর্টাল নিউজ ডটকমের প্রতিবেদক মোস্তাফিজুর রহমান সুমন।

হাসপাতালে সুমনকে দেখতে এসে র‌্যাব ডিজি বেনজীর আহমেদ বলেন, হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। হামলার ঘটনার ভিডিও ফুটেজ আছে, সেই ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

এইচএম/এসএমএম