• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২০, ১০:৩৩ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৪, ২০২০, ১০:৩৪ এএম

গাইবান্ধা-৩ উপনির্বাচনে বৈধ প্রার্থী ৪

গাইবান্ধা-৩ উপনির্বাচনে বৈধ প্রার্থী ৪

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি)  আসনের উপনির্বাচনে ৪ জনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলীয় মনেনয়নপত্র না থাকায় একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বৈধ ৪ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উম্মে কুলসুম স্মৃতি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মইনুর রাব্বী চৌধুরী রোমন, বিএনপি মনোনীত প্রার্থী ডা. মইনুল হাসান সাদিক ও জাসদ মনোনীত প্রার্থী খাদেমুল ইসলাম খুদি।

দলীয় মনোনয়নপত্র না থাকায় মঞ্জরুল হক সাচ্ছার মনোনয়নপত্র বাতিল করা হয়।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি (শনিবার)। প্রতীক বরাদ্দ ১ মার্চ (রোববার)। ভোটগ্রহণ ২১ মার্চ (শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

সাদুল্যাপুরে ১১টি, পলাশবাড়ী পৌরসভা ও পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ১৩২ টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ১১ হাজার ১০৮ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৭৪৬ জন।

এসএমএম