• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০৫:০০ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২০, ০৫:০০ পিএম

রেজাউলের মনোনয়ন জমা দিতে সাথে এলেন নাছির

রেজাউলের মনোনয়ন জমা দিতে সাথে এলেন নাছির

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী রেজাউল করিম চৌধুরীর মনোনয়নপত্র জমা দিতে তার সাথে এসেছিলেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন। 

দলীয় প্রার্থিতা থেকে বাদ পড়লেও সৌহার্দের নিদর্শনস্বরূপ রেজাউল করিম চৌধুরীর সাথে আসেন তিনি।

মনোনয়নপত্র জমা দিয়ে পরিকল্পিত নগরী গড়তে সমন্বিত উদ্যোগ নেয়ার কথা জানান আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা।

দলীয় মনোনয়ন প্রাপ্তদের পাশাপাশি বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

দুপুরে জমা দেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির প্রার্থীসহ দু’জন মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কর্মী সমর্থকদের নিয়ে আঞ্চলিক নির্বাচন নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা।

আচরণবিধির অংশ হিসাবে একজন প্রার্থীর সাথে ৫ জন করে কর্মী-সমর্থককে ঢুকতে দিয়েছে নির্বাচন কমিশন।

মেয়র পদে ১১ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মার্চ (রোববার)।  প্রতীক বরাদ্দ দেয়া হবে ৯ মার্চ (সোমবার)। ২৯ মার্চ (রোববার) ভোটগ্রহণ। ভোটার সংখ্যা ১৯ লাখ ১৭ হাজার।

এসএমএম