• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২০, ১০:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৭, ২০২০, ১০:৩৩ পিএম

চালু হলো জাতীয় পরিপত্র সংক্রান্ত সব ধরনের সেবা

চালু হলো জাতীয় পরিপত্র সংক্রান্ত সব ধরনের সেবা
সংগৃহীত ছবি

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলো নির্বাচন কমিশনের জাতীয় পরিপত্র সংক্রান্ত সব ধরনের সেবা। এতে ভোটার তালিকায় হালনাগাদ হওয়ার পরও যারা এখনও পরিচয়পত্র পাননি তারা অনলাইন নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র ডাউনলোড করে নাগরিক সেবা নিতে পারবেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এ সব তথ্য জানান এনআইডি মহাপরিচালক।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সারাদেশের বর্তমান ভোটার ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। যার মধ্যে নতুন ভোটার ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪১ জন।

ব্যাংক, বিমা, পাসপোর্টসহ দেশের প্রায় সব ধরনের সেবা গ্রহণে প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্রের। কিন্তু করোনা সঙ্কটের কারণে দীর্ঘ ছুটিতে বন্ধ আছে সব। ফলে জরুরি সেবা গ্রহণে বিপাকে সাধারণ ভোটাররা। তাই এবার পরিচয়পত্র সংক্রান্ত সব ধরনের সেবা চালু করেছে নির্বাচন কমিশন।

এর ফলে নতুন ৬৭ লাখসহ এখনও যারা পরিচয়পত্র পাননি তারা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে কার্ড ডাউনলোড করে নিতে পারবেন সব ধরণের সেবা। তবে তাদের স্মার্ট কার্ড পেতে সময় লাগবে আরও কিছুটা।

হারানো কার্ড উত্তোলন এবং সংশোধনও করা যাবে অনলাইন আবেদনে। সেবা গ্রহণ করা যাবে মোবাইল ফোনে এসএমএসর মাধ্যমেও।

প্রাপ্ত বয়স্কদের মধ্যে এখনও যারা নিবন্ধিত হননি ভোটার হিসেবে তারাও আবেদন করতে পারবেন অনলাইনে। রমজানে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মিলবে অনলাইন সেবা।

এসএমএম