• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২০, ০৫:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৪, ২০২০, ০৫:৫৪ পিএম

গাইবান্ধায় বেইলি ব্রিজ ভেঙ্গে মালবাহী ট্রাক খাদে, নিহত ১

গাইবান্ধায় বেইলি ব্রিজ ভেঙ্গে মালবাহী ট্রাক খাদে, নিহত ১

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের ছালুয়া এলাকায় ঝুঁকিপূর্ন বেইলি ব্রীজ ভেঙ্গে পানিতে ডুবে যায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক। সোমবার (২৪ আগষ্ট) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।


দীর্ঘ ৬ ঘন্টা চেষ্টার পর গাইবান্ধা ফায়ার সার্ভিস, ফুলছড়ি ফায়ার সার্ভিস এবং রংপুর ফায়ার সার্ভিস থেকে আসা একদল ডুবুরি ট্রাকের ড্রাইভার জাহাঙ্গীরের (৫০) মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। নিহত ড্রাইভার জাহাঙ্গীরের বাড়ি রাজবাড়ী জেলায়। আহত হেলপারের বাড়ি একই জেলায় এবং সম্পর্কে নিহতের ভাতিজা বলে জানা গেছে।

ব্রিজটিতে ৫ টনের বেশী মালামাল পরিবহন নিষিদ্ধ। অথচ ১০ চাকার ১৫ টন ধারণ ক্ষমতাসম্পন্ন ট্রাকটি ৭'শ বস্তা সিমেন্ট (প্রায় ৪০ টন) নিয়ে ফুলছড়ি উপজেলার কালির বাজারের দিকে যাচ্ছিল। এসময় ব্রীজের উপর উঠতেই দুর্ঘটনার কবলে পরে ট্রাকটি। খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আব্দুল মতিন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলন, এলজিইডি'র  নির্বাহী প্রকৌশলী, থানা অফিসার ইনচার্জ কাওসার আহমেদ, উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ। ব্রীজটি ভাঙ্গার কারণে ফুলছড়ি উপজেলার লক্ষাধিক মানুষকে দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হবে বলে মনে করছেন এলাকাবাসী।

এম
 

আরও পড়ুন