• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৯, ২০১৯, ০৯:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৯, ২০১৯, ০৯:৩৫ পিএম

আগামী বছর গ্যাস-বিদ্যুতের দাম বাড়ার ইঙ্গিত

আগামী বছর গ্যাস-বিদ্যুতের দাম বাড়ার ইঙ্গিত

 প্রি-পেইড গ্যাস মিটার দেয়ার কাজ চলছে

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সময় লাগব আরও তিন বছর 

 আগামী বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ ৩০ হাজার কোটি টাকা

আগামী অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সর্বোচ্চ বরাদ্দ হতে পারে ৩০ হাজার কোটি টাকা। দাম সমন্বয় করা হবে গ্যাস-বিদ্যুতের। তাই আগামী বছর গ্যাস-বিদ্যুতের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (৯ জুন) সকালে সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় এসব কথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, সারাদেশে সকল বাসায় প্রি-পেইড গ্যাস মিটার দেয়ার কাজ চলছে। গত বছরের চেয়ে এবার বিদ্যুতের অবস্থা অনেক ভালো জানিয়ে নসরুল হামিদ আশা করেন, ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ এবং গ্যাসের অবস্থা আরো ভালো হবে।

সারাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে আরও তিন বছর সময় লাগবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

এসএমএম