• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১০, ২০২০, ০৪:১০ পিএম
সর্বশেষ আপডেট : মে ১০, ২০২০, ০৪:১১ পিএম

খুলেছে মার্কেট, প্রথম দিনেই প্রবেশপথে গাদাগাদি

খুলেছে মার্কেট,  প্রথম দিনেই প্রবেশপথে গাদাগাদি
সংগৃহীত ছবি

দেড় মাস বন্ধ থাকার পর নিয়ম নীতির তোয়াক্কা না করেই খোলা হয়েছে রাজধানীসহ সারাদেশের বেশ কিছু বিপণিবিতান। বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানা হয়নি।

রোববার (১০ মে) সকাল থেকেই যেসব শপিংমল আর মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে, সেগুলোর সামনে ভিড় করতে দেখা গেছে দোকানি, কর্মচারী আর ক্রেতাদের। রাজধানীর নিউ সুপার মার্কেটের সামনে দেখা যায়, মাত্র একটি গেট দিয়ে প্রবেশের সুযোগ থাকায় গাদাগাদি করে মার্কেটে ঢুকতে হচ্ছে তাদের, নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে পুলিশ।

তবে নিরাপত্তার স্বার্থে মার্কেট খোলা রাখার সরকারি সিদ্ধান্তে অনেক ক্ষেত্রেই সাড়া মেলেনি। বেশিরভাগ শপিংমলই বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, নিউ মার্কেটসহ বড় বড় শপিংমল ও মার্কেট। তবে খোলা থাকছে উত্তরা ও এলিফ্যান্ট রোডের বেশ কিছু শো-রুম।

খোলা থাকবে মিরপুর ও মোহাম্মদপুরের বেশ কিছু বিপণিবিতান। নিউ মার্কেট সংলগ্ন ক্রোকারিজের মার্কেট খোলা থাকবে। ঈদ উপলক্ষে দূরত্ব বজায় রেখে, স্যানিটাইজেশন ব্যবস্থা রেখে মার্কেট খোলা রাখার নির্দেশনা দেয়া হয়। সময়টিভি।

এসএমএম

আরও পড়ুন