• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৯, ০১:২৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০১৯, ০১:২৬ পিএম

নুসরাতকে নিয়ে আশিক বন্ধু্র গান

নুসরাতকে নিয়ে আশিক বন্ধু্র গান

নুসরাত হত্যার বিচার ও প্রতিবাদে সোচ্চার পুরো দেশ। তাই বিচারের দাবীতে এবার নতুন একটি প্রতিবাদী গান তৈরি হচ্ছে। ‘আমাদের বোন নুসরাত' শিরোনামের গানটি লিখেছেন আশিক বন্ধু। গানটির রেকর্ডিং সম্পন্ন হবে খুব শিগগির। এরইমধ্যে গানটির সুর করা হয়ে গেছে। 

গানটির অডিও আগামী সপ্তাহের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেন। তবে অডিও অনুয়ায়ী ভিডিও ধারণ করতে কিছুটা সময় লাগবে। কারণ নুসরাতের বায়োগ্রাফির মতো করে ভিডিও ধারণ করা হবে। এরপর মিউজিক ভিডিওটি যে কোনো একটি চ্যানেল থেকে প্রকাশিত হতে পারে বলে জানা যায়। 

এ প্রসঙ্গে গানটির গীতিকার আশিক বন্ধু বলেন, ‘নুসরাত আমাদের বোন। তার এই অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না। নরপিশাচ ভন্ড হুজুর সিরাজদ্দৌলার হিংস্র থাবায় নুসরাতের মৃত্যু হয়েছে। এটা ভাবতে আমরা লজ্জিত। একজন মেধাবী ছাত্রী বখাটে টিচারের হাতে প্রাণ হারালো, তা ভাবতেই আমাদের কষ্ট হচ্ছে। আমরা সেই দুশ্চরিত্র ভন্ড সিরাজদ্দৌলা ফাঁসি চাই। তাই গানটি করা হয়েছে পুরো দেশবাসী যেন বিচারের দাবীতে এক হতে পারি। কোনো অন্যায়কারী ও ভন্ড দুশ্চরিত্র লোক যেন অন্যায় করে পার না পায়। গানটি সামাজিক দায়িত্ববোধ থেকে লিখেছি তাই।’

এসজে/