• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মে ১৬, ২০১৯, ০৪:৩২ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৬, ২০১৯, ০৪:৩২ পিএম

গুরুতর অসুস্থ অভিনেত্রী মায়া ঘোষ

গুরুতর অসুস্থ অভিনেত্রী মায়া ঘোষ

মঞ্চ, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী মায়া ঘোষ গুরুতর অসুস্থ। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে যশোরের একটি হাসপাতালে ভর্তি আছেন। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। আর্থিক সঙ্কটের কারণে উন্নত চিকিৎসা দিতে পারছেন না বলে জানান তার ছেলে দীপক ঘোষ।

তিনি বলেন, ‘২০০০ সালে মায়ের শরীরে ক্যান্সার ধরে পড়ে। ২০০১ সালের ফেব্রুয়ারিতে কলকাতার সরোজগুপ্ত ক্যান্সার হাসপাতালে তার চিকিৎসা শুরু করি। ধারাবাহিকভাবে চিকিৎসা চলতে থাকে। ২০০৯ সালের দিকে মা অনেকটা সুস্থ হয়ে ওঠেন। এরপর কিডনি, লিভার ও হাটুর সমস্যা দেখা দেয়। তার চিকিৎসাও চালিয়ে যাই।’

দীপক ঘোষ বলেন, ‘২০১৮ সালের অক্টোবর মাসে আবারও মায়ের শরীরে ক্যান্সারের জীবানু ধরা পড়ে। পুনরায় কলকাতার সরোজগুপ্ত ক্যান্সার হাসপাতালে নিয়ে যাই গত জানুয়ারিতে। পুনরায় যাওয়ার কথা ছিল মার্চে। কিন্তু ১৩ মার্চ মায়ের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। কিছুটা উন্নতি হলে ২২ মার্চ তাকে কলকাতায় নিয়ে যাই।

তিনি বলেন, ‘এ দফায় মায়ের শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি হয়নি। এরমধ্যে মা দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে পড়েন। বাধ্য হয়ে চিকিৎসা অসমাপ্ত রেখে গত ১৫ এপ্রিল তাকে দেশে নিয়ে আসি। দেশে এসে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর কুইন্স হসপিটালে ভর্তি করি। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন আমার মা মায়া ঘোষ।’

মায়া ঘোষ প্রায় দুই শতাধিক চলচ্চিত্র ও অসংখ্য নাটকে অভিনয় করেছেন। গুরুতর অসুস্থ এই মানুষটির চিকিৎসা ব্যয় নিয়ে বিপাকে আছে তার পরিবার। ব্যয়বহুল চিকিৎসায় হিমশিম খাচ্ছেন স্বজনরা। এ প্রসঙ্গে ছেলে দীপক ঘোষ বলেন, ‘মায়ের চিকিৎসায় প্রতিদিন ১৫ হাজার টাকা ব্যয় হচ্ছে। মায়ের কাছেই আছি দুই ভাই। তেমন কাজ করতে পারছি না। আবার খরচ করতে গিয়েও হিমশিম খাচ্ছি। মা দীর্ঘদিন ধরে অসুস্থ। কয়েকবার বিভিন্ন ব্যক্তি ও সংগঠন থেকে কিছু সহযোগিতা পেয়েছি। তার চিকিৎসা ব্যয় বহন করে আমরা ঋণগ্রস্ত হয়ে পড়েছি। আমাদের সাহায্য দরকার। জানি না কে এগিয়ে আসবেন।’

১৯৪৯ সালের ৩১ ডিসেম্বর যশোরের মণিরামপুর উপজেলার প্রতাপকাটি গ্রামে জন্মগ্রহণ করেন অভিনেত্রী মায়া ঘোষ। তার বাবা শংকর প্রসাদ গাঙ্গুলি। একই উপজেলার মাছনা-খানপুর গ্রামের দিলীপ ঘোষের সঙ্গে বিয়ে হয় মায়া ঘোষের। ১৯৮৪ সালে এই দম্পতি ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এর আগে ১৯৮১ সালে ‘পাতাল বিজয়’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় পা রাখেন মায়া ঘোষ। সর্বশেষ তিনি ২০১৬ সালে এটিএন বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘ডিবি’ নাটকে অভিনয় করেছেন।

এসজে