• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২২, ২০১৯, ০৪:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ২২, ২০১৯, ০৪:৫৩ পিএম

মুক্তি পেয়েছে ‘উড়ে পাখি’  

মুক্তি পেয়েছে ‘উড়ে পাখি’  

মুক্তি পেয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘উড়ে পাখি’। একটি বাস্তব প্রেমের ঘটনা অবলম্বনে গানটি তৈরি হয়েছে। বিগ বাজেটে নির্মিত খাগড়াছড়ির গহীন অরণ্যে মিউজিক্যাল ফিল্মটির চিত্রায়ণ হয়েছে। জি সিরিজের ব্যানারে গানটির মিউজিক্যাল ফিল্ম আজ মুক্তি পেয়েছে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে।
 
গানটির কন্ঠশিল্পী দারা খান। গানটি লিখেছেন আশিক বন্ধু। সুর সংগীত করেছেন সজীব দাস। ‘উড়ে পাখি’ গানের গীতিকার আশিক বন্ধু এ প্রসঙ্গে বলেন, ‘বাস্তব ঘটনা নিয়ে গান লেখা খুব কঠিন কাজ। তাই আমি এক মাস অনেক ভেবে চিন্তে উড়ে পাখি গানটি লিখেছি। গানটির অডিও যখন রেকির্ডং হলো, তখন শুনে আমি মুগ্ধ হয়েছি। এখন মিউজিক ভিডিওটি যারা দেখবেন অনেক চমক ও ভিন্নতা পাবেন। আশা করছি, গানটি যথাযথ প্রচার পেলে জনপ্রিয়তা পাবে’। 

গানটির কন্ঠশিল্পী দারা খান বলেন, ‘একটানা এক বছর ধরে গানটির কাজ করেছি। অডিও ভিডিওর কাজ শেষ করতে হাতে এক বছর সময় নিয়েছি। কারণ এটি বাস্তব ঘটনার উপর গল্প তৈরি করে কাজ করেছি। খাগড়াছড়ির পাহাড়ের গভীরে শুটিং হয়েছে, সেখানকার চাকমা পাহাড়ি মডেল মেয়ে অভিনয় করেছেন। উড়ে পাখি মিউজিক্যাল ফিল্মে মডেল হয়েছেন জ্যাকি, ইরিশ, মাসুদ, রত্মা, নিক্তি।’

এসজে