• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৩, ২০১৯, ০২:১৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৩, ২০১৯, ০২:২০ পিএম

স্টার সিনেপ্লেক্সে ঈদের আগেই ঈদের চলচ্চিত্র

স্টার সিনেপ্লেক্সে ঈদের আগেই ঈদের চলচ্চিত্র

ঈদের আগেই স্টার সিনেপ্লেক্সে মু্ক্তি পাচ্ছে ঈদের চলচ্চিত্র। বাংলাদেশে হলিউড সিনেমাপ্রেমীদের জন্য অগ্রিম ঈদ উপহার হিসেবে স্টার সিনেপ্লেক্স নিয়ে এসেছে ৩টি চলচ্চিত্র। এগুলো বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার (২৪ মে)। ওই দিন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে বহুল আলোচিত চলচ্চিত্র ৩টি। এগুলো হলো- ‘আলাদিন’, ‘জন উইক : চ্যাপ্টার ৩’ ও ‘ব্রাইটবার্ন’।

তিনটি চলচ্চিত্রের মধ্যে অন্যতম ‘আলাদিন’। হলিউডের রুপালি পর্দা কাঁপাতে আসছে ডিজনির ব্যানারে আবারও হাজির হচ্ছে আরব্য রজনীর সুপারস্টার চরিত্র ‘আলাদিন’। ১৯৯২ সালে প্রথম বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল ডিজনির অ্যানিমেশন এই চলচ্চিত্র ‘আলাদিন’। এবার এটি সম্পূর্ণ নতুনরূপে দর্শকদের সামনে আনতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়াল্ট ডিজনি পিকচার্স’। ‘আলাদিনে’র নতুন এ সংস্করণে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শালর্ক হোমসখ্যাত ব্রিটিশ পরিচালক গাই রিচি।

চলচ্চিত্রটির সবচেয়ে বড় চমক এতে আলাদিনের দৈত্যরূপে দেখা যাবে হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথকে। এছাড়াও আলাদিনের ভূমিকায় দেখা যাবে কানাডিয়ান অভিনেতা মীনা মাসুদকে। রাজকন্যা জেসমিনের চরিত্রে আছেন হলিউড গায়িকা ও অভিনেত্রী নাওমি স্কট। এছাড়াও অভিনয় করেছেন মারওয়ান কেনজারি, নাসিম পেদ্রাদ, বিলি ম্যাগনুসেন প্রমুখ।

অন্যদিকে জন উইক সিরিজের তৃতীয় পর্ব ‘জন উইক : চ্যাপ্টার ৩’ পরিচালনা করেছেন ক্যাড স্টেহলস্কি। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কিয়ানু রিভস। সেই সাথে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি, লরেন্স ফিশবার্ন, মার্ক ড্যাকেসকস, কেট ডিলন, ল্যান্স রেডিক, অ্যাঞ্জেলিকা হিউস্টনের মতো একঝাঁক অভিনয়শিল্পী।

আর ভৌতিক চলচ্চিত্র ‘ব্রাইটবার্ন’র পরিচালক জেমস গুন। এতে অভিনয় করেছেন এলিজাবেথ ব্যাঙ্কস, ডেভিড ডেনম্যান, ম্যাট জোন্স প্রমুখ।

এসজে