• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০১৯, ০৬:১৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০১৯, ০৬:১৩ পিএম

রাজনীতিতে যোগ দিচ্ছেন সোনু নিগম?

রাজনীতিতে যোগ দিচ্ছেন সোনু নিগম?
সোনু নগম

সামাজিক হোক বা রাজনৈতিক— বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে মুখ খোলেন গায়ক সোনু নিগম। কখনও মিটু মুভমেন্ট, কখনও লাউডস্পিকারে, কখনও বা পাবলিক প্লেসে জাতীয় সঙ্গীত গাওয়া। তার জন্য ট্রোলিংও সামলাতে হয়। কিন্তু তাতে থোড়াই কেয়ার! সত্যি কথা স্পষ্ট ভাবে বলতে পছন্দ করেন তিনি। আর এ অভ্যেস নাকি ছাড়তে পারবেন না। এ হেন সোনু নাকি রাজনীতিতে যোগ দিচ্ছেন?

বলিউড সূত্রের খবর, বিভিন্ন রাজনৈতিক দল থেকে সোনুকে নাকি যোগদানের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে সংবাদ সংস্থাকে ইমেল মারফত সোনু বলেছেন, ‘এই মুহূর্তে আমি রাজনীতির জন্য তৈরি নই। হ্যাঁ, অফার পেয়েছি। কিন্তু খুব বিনয়ের সঙ্গেই সেগুলো ফিরিয়ে দিয়েছি।’

সদ্য লোকসভা ভোটে বিজেপির বিপুল জয়ের পর নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন সোনু নিগম। বলিউডের বহু সেলেব্রেটিই যদিও অভিনন্দন জানিয়েছেন। তবুও এই ঘটনা থেকেই বলিউড মহলের অনেকের ধারণা, সম্ভবত গেরুয়া দল থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল সোনুকে। যদিও প্রকাশ্যে কোনও দলের নামই তিনি বলেননি। 

সূত্র : আনন্দ বাজার
এস/আর