• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১০, ২০১৯, ০৩:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১০, ২০১৯, ০৩:৫৭ পিএম

গ্যাংরিনে আক্রান্ত বাবরের সরকারি সাহায্য কামনা

গ্যাংরিনে আক্রান্ত বাবরের সরকারি সাহায্য কামনা

গ্যাংরিনে (পচন রোগ)আক্রান্ত অভিনেতা বাবরের বাম পা কেটে ফেলা হয়েছে। গতকাল রোববার (৯ জুন) রাজধানীর কমফোর্ট হাসপাতালে অপারেশনের মাধ্যমে দেহ থেকে তার পা অপসারন করা হয়। তার স্ত্রী লতিফা বাবর এ তথ্য নিশ্চিত করে সরকারের সাহায্য প্রার্থনা করেন। অভিনেতা বাবর দীর্ঘ দিন যাবত শারীরিক নানা সমস্যায় ভুগছেন।

বাবরের স্ত্রী লতিফা বাবর বলেন, ‘বাবর দীর্ঘ দিন যাবত গ্যাংরিন রোগে আক্রান্ত। প্রথমে বাম পায়ের তিনটি আঙ্গুল আক্রান্ত হয়। এতে চিকিৎসকের পরামর্শে তার আক্রান্ত তিনটি আঙ্গুল কেটে ফেলা হয়। কিন্তু তাতেও পচনরোধ করা যায়নি। ক্রমেই তার হাঁটুর নিচ পর্যন্ত আক্রান্ত হতে থাকে। চিকিৎসক তার পুরো শরীর বাঁচাতে হাঁটুর নিচ পর্যন্ত কেটে ফেলার পরামর্শ দেন। সেই অনুযায়ী গতকাল তার অপারেশন করা হয়। তিনি বর্তমানে হাসপাতালেই আছেন। দেশবাসীর কাছে আমারা তার জন্য দোয়া চাই।’

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের দাপুটে খল অভিনেতা বাবর এখন কমফোর্ট হাসপাতালে চিকিৎসক খালেকুজ্জামান জিপুর তত্ত্বাবধানে আছেন। তার স্ত্রী লতিফা বাবর বলেন, ‘আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো নয়। প্রথমদিকে তাকে নিজেদের টাকায় চিকিৎসা করালেও এখন ধারদেনা করতে হচ্ছে। এভাবে কতদিন কি করাতে পারবো বুঝতে পারছি না। বাবর সারাজীবন কেবল অভিনয়ই করে গেল, টাকার দিকে মনোযোগি হয়নি। যখন টাকার প্রযোজন অনুভব করলো তখন চলচ্চিত্রের অবস্থাই খারাপের দিকে যেতে থাকলো।’

তিনি বলেন, বাবরের শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয়। আমাদের পক্ষেও তার চিকিৎসা ব্যয় চালানো সম্ভব নয়। এ মুহূর্তের তার সরকারি সাহায্যের প্রয়োজন। প্রধানমন্ত্রী বাবরের প্রতি সদয় হলে আমরা একটু নিশ্চিত হতাম। কারণ বাবর তো তার পুরোটা জীবনই চলচ্চিত্রের জন্য ব্যয় করেছেন। এখনো তিনি চিত্রনাট্য লিখছেন শুয়ে-বসে। জানেন তিনি আর কাজ করতে পারবেন না, তবুও ভালোবাসার কারণে লিখে চলেছেন।’
 
উল্লেখ্য, আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রে নায়ক হিসেবে বাবরের অভিষেক ঘটে। তবে খলনায়ক হিসেবে তার যাত্রা শুরু রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রে। এরপর দীলিপ বিশ্বাসের ‘আসামি’, শামসুদ্দিন টগরের ‘বাঞ্জারান’, দারাশিকোর ‘ডাকু দরবেশ’, ‘জিপসী সরদার’সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ১৩ বছর আগে মনোয়োর হোসেন ডিপজল পরিচালিত ‘তের গুন্ডা এক পান্ডা’ চলচ্চিত্রে অভিনয় করেন বাবর।

এসজে