• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১১, ২০১৯, ০৩:৫২ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১১, ২০১৯, ০৩:৫৩ পিএম

‘পাসওয়ার্ড’ নকল প্রমাণে কে পাচ্ছেন ১০ লাখ

‘পাসওয়ার্ড’ নকল প্রমাণে কে পাচ্ছেন ১০ লাখ

এখন প্রশ্ন দেখা দিয়েছে যে, ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রটি নকল প্রমাণে কে পাচ্ছেন ১০ লাখ টাকার পুরস্কার? আর পরিচালক মালেক আফসারিও কাকে দিচ্ছেন সেই পুরস্কার? কেননা, ‘পাসওয়ার্ড’ নকল প্রমাণের উদারহণ দিয়েছেন অনেকেই। তাহলে কে প্রাপ্য সে পুরস্কারের?

‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রটি মুক্তির আগ থেকেই গুঞ্জন উঠেছে এটি কোনো না কোনো দেশের চলচ্চিত্রের নকল। নকল প্রমাণে উৎসাহীদের অনেকে মুক্তির আগেই বিভিন্ন দেশের চলচ্চিত্রের উদারহণ দিয়েছেন। এতে বিরক্ত হয়ে পরিচালক মালেক আফসারি ঈদের দিন গত ৫ জুন নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি তার ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রের নকল প্রমাণে ১০ লাখ টাকা পুরস্কার দিবেন বলে ঘোষণা দেন। তিনি লেখেন-   
‘যারা এতোদিন প্রচার করেছে পাসওয়ার্ড তামিল ছবি ডায়নামিক এর নকল,  তাদের জন্য আমার পুরস্কার ঘোষণা করা আছে। প্রমান দিয়ে ১০ লাখ টাকা নিয়ে যান।’

পাসওয়ার্ড শুটিং স্পটে কলাকুশলিদের সাথে পরিচালক মালেক আফসারি

সেই সাথে তিনি যে ধোয়া তুলসি পাতা নন, তারও একটা উদাহরণ টেনে লেখেন- ‘আমি সবসময় বলে এসেছি,  মৌলিক ছবি বানাবার মতো পন্ডিত আমি নই।’ আবার সুপার স্টারের দোহাই দিয়ে লেখেন-  ‘তারমানে এই নয়, একজন  সুপার স্টারকে অপব্যবহার  করবো তামিল -তেলুগু ছবি নকল করে। এইসব ছবি দিয়ে এখন আর  দর্শকদের খুশি করা যাবে না। আমার নজর আরো উপরে। পাসওয়ার্ড ভাই, বোন, বাবা, মা’কে নিয়ে, এক সাথে বসে দেখার মতো একটি ছবি। সবার জন্য দোয়া রইলো।  আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।’

যদি তা-ই হয়, তাহলে কোরিয়ান চলচ্চিত্র ‘দ্য টার্গেট’ এর কাহিনি ও দৃশ্যের সঙ্গে কেন ‘পাসওয়ার্ড’ মিলে যাচ্ছে? এমন মিলে যাওয়ার প্রমাণ দিয়েছেন অনেকেই। তাহলে এক্ষেত্রে এখন পরিচালক মালেক আফসারি কি বলবেন? নকলের বিষয়টি মেনে নিয়ে কি পুরস্কার দিয়ে দেবেন, নাকি অন্যকোনো যুক্তি দাঁড় করাবেন? যদি নকল প্রমাণে তিনি সন্তুষ্ট হন তাহলে পুরস্কারের ১০ লাখ টাকা কার হাতে তুলে দিবেন?

এসজে