• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১০, ২০১৯, ০২:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১০, ২০১৯, ০২:৩৭ পিএম

রোজভ্যালিকাণ্ডে এবার ঋতুপর্ণাকে ইডির তলব

রোজভ্যালিকাণ্ডে এবার ঋতুপর্ণাকে ইডির তলব

ভারতের পশ্চিমবঙ্গে রোজভ্যালি মামলায় এবার টালিউড নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল ইডি। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণাকে ডাকা হয়েছে বলে জানা যায় পশ্চিমবঙ্গের গণমাধ্যম সূত্রে।

রোজভ্যালিকাণ্ডে এবার সরাসরি নাম জড়ালেন টালিউডের প্রথম সারির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। একই অভিযোগে এর আগে ইডি থেকে তলব করা হয়েছিল নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তবে রোজভ্যালি মামলার তদন্তে ঋতুপর্ণার নাম উঠে এসেছিল অনেক আগেই। যা নিয়ে বিস্তর চর্চাও চলে।

ইডির তলব প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে ঋতুপর্ণা বলেন, ‘আমি এখন আমেরিকায় আছি। এ ব্যাপারে এখনো কিছুই জানি না। বিষয়টি জেনে পরে জানাব’। সূত্র জানায়, রোজভ্যালির ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, রোজভ্যালির টাকায় একাধিকবার বিদেশ ভ্রমণ করেছিলেন ঋতুপর্ণা। কেন রোজভ্যালির টাকায় ঋতুপর্ণা বিদেশ গিয়েছিলেন? জানতে চান তদন্তকারীরা কর্মকর্তারা। পাশাপাশি, বেশকিছু সিনেমা ক্রয়-বিক্রয়ে মধ্যস্থতা করেছিলেন ঋতুপর্ণা। কম পয়সার সিনেমা বেশি পয়সায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ করেছেন রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু। তাছাড়া রোজভ্যালির টাকা বিদেশে পাচার করা হয়েছে কিনা, সে ব্যাপারেও ঋতুপর্ণার কাছে জানতে চাইবেন তদন্তকারীরা। রোজভ্যালির সঙ্গে ঋতুপর্ণার কোনও চুক্তি হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে বলে জানা যায়।

উল্লেখ্য, রোজভ্যালি মামলায় ইতিপূর্বে নাম জড়িয়েছে প্রসেনজিতেরও। আগামী ১৯ জুলাই প্রসেনজিৎকে ইডি দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন দুপুর ১২টার মধ্যে প্রসেনজিৎকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির তলব প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে প্রসেনজিৎ জানান, ‘আমি একজন দায়িত্বশীল নাগরিক,যেহেতু আমাকে তলব করেছে সেহেতু নিশ্চয়ই যাব’।

এসজে