• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৯, ২০১৯, ০৯:৪২ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৯, ২০১৯, ০৯:৪২ এএম

মুক্তি পেল ‘অনুপ্রবেশ’

মুক্তি পেল ‘অনুপ্রবেশ’

বিনা কর্তনে মুক্তি পেল পরাবাস্তববাদী গল্প নিয়ে তৈরি চলচ্চিত্র ‘অনুপ্রবেশ’। রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে এটি দেখানো হবে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তাপস কুমার দত্ত। বৈজ্ঞানিক কল্পকাহিনী, জাদুবাস্তবতা ও দর্শনের মিশ্রণে অনুপ্রবেশ ছবির কাহিনী। অদ্বয় দত্তের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে।

সম্প্রতি ছাড়পত্র হাতে পায় ছবির পরিচালক। তিনি সেন্সর বোর্ডের এক সদস্যের বরাত দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের ছবি হিসেবে অনুপ্রবেশ একটু উচ্চাভিলাষী। স্বল্পসাধ্যের ভেতরে বিজ্ঞান-জাদুবাস্তবতা ও দর্শনকে একীভূত করার চেষ্টা করা হয়েছে।

অনুপ্রবেশ চলচ্চিত্রের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ আনোয়ার সায়েম ও সানজিয়া ইসলাম। আছেন- পীযূষ বন্দ্যোপাধ্যায়, অলিউল হক, আলতাফ হোসেন প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ভারতের শক্তিমান অভিনেতা- সৌমিত্র চট্টোপাধ্যায়।

রুভা মুভিজের ব্যানারে সম্প্রতি ছবিটির একটি ট্রেলার মুক্তি পেয়েছে।

টিএফ