• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৯, ২০১৯, ০৩:০৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৯, ২০১৯, ০৫:১০ পিএম

বন্যাদুর্গতদের পাশে নুসরাত জাহান

বন্যাদুর্গতদের পাশে নুসরাত জাহান

ভারতের বন্যা কবলিত আসাম প্রদেশ। কোথাও মানুষ ঘরছাড়া, আবার কোথাও বন্যপ্রাণীরা আশ্রয়হীন। এককথায় প্রাণ বাঁচাতে মরিয়া সবাই। ভয়ংকর এই পরিস্থিতিতে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার থেকে খেলার মাঠের হিমা দাস পর্যন্ত। বন্যার্তদের সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়ায় মার্কিন মুলুক থেকে আবেদন জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। এবার আসামের পরিস্থিতি নিয়ে সাহায্য চাইলেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান।

সম্প্রতি আসামের বন্যা পরিস্থিতি নিয়ে অল ইন্ডিয়া রেডিওর একটি ভিডিও শেয়ার করেন নুসরাত জাহান জৈন। ‘আসামের প্রত্যেকটি মানুষের জন্য আমার চিন্তা হচ্ছে। আসুন আমরা সকলে মিলে একসঙ্গে এই প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করতে সাহায্য করি’, সেই ভিডিওর সঙ্গে নুসরাত তার টুইটারের পাতায় এমনটাই লেখেন। বন্যা বিধ্বস্ত আসামের পরিস্থিতি এখন বেশ করুণ। বন্যার ফলে বহু মানুষ ঘরছাড়া। মাথার উপর ছাদও জুটছে না অনেকের। শুধু মানুষ কেন, বন্যায় ভাসছে বন্যপ্রাণিও। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে একাধিক পশুমৃত্যুর খবর।

বিপর্যয় মোকাবেলা কার্যালয় সূত্রে জানা যায়, বন্যার কারণে গত এক সপ্তাহে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০। আসামের ৩৩টি জেলার মধ্যে বর্তমানে ৩০টি বন্যাকবলিত। এর কারণে ২৬ লক্ষের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন ৩২৭টি ত্রাণ শিবিরে। কাজিরাঙ্গার প্রায় ৯০ ভাগ বনাঞ্চল এখন পানির নিচে। তার কারণে বিপন্ন বন্যপ্রাণিরা৷ আবহাওয়ার সঙ্গে অস্তিত্ব রক্ষার যুদ্ধে ব্যস্ত তারা৷
 
বেশকিছু স্থানে বন্যার পানি উঠে গেছে ৩ ফুট পর্যন্ত। এমনকী কাজিরাঙ্গা অভয়ারণ্যের ভিতরে পানিতে ডুবে মারা গেছে দুটি গন্ডারও। একটি গন্ডারের দেহ উদ্ধার হয়েছে পার্কের বাইরে থেকে। এর পাশাপাশি উদ্ধার হয়েছে একটি হাতি, একটি হরিণ ও দুটি বুনো শূকরের দেহও। বিপন্ন প্রাণীরা পার্শ্ববর্তী কার্বি আংলং জেলায় তুলনামূলক কিছুটা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। এই পরিস্থিতিতে ওই অভয়ারণ্যে থাকা একটি রয়েল বেঙ্গল টাইগার প্রাণে বাঁচতে আশ্রয় নিয়েছে স্থানীয়ের ঘরে৷

এসজে
 

আরও পড়ুন