• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৯, ১২:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৬, ২০১৯, ০৪:৩৫ পিএম

সৌমিত্রের শারীরিক অবস্থার উন্নতি

সৌমিত্রের শারীরিক অবস্থার উন্নতি

অবস্থার উন্নতি হয়েছে টালিউডের বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। গতকাল বৃহস্পতিবার থেকেই তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা বলেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পূর্ণ সজাগ রয়েছেন। স্বাভাবিক খাবার খেতে পারছেন। তার শরীরের ইলেকট্রোলাইট ব্যালান্স বা সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য স্থিতিশীল।

গত বুধবার (১৪ আগস্ট) সকালে জ্বর ও তীব্র শ্বাসকষ্ট নিয়ে ইএম বাইপাস লাগোয়া কলকাতার একটি হাসপাতালে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। ওই দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ফুল নিয়ে তার সঙ্গে দেখা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস ফোনে ধরিয়ে দিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেন তিনি। প্রবীণ এই শিল্পী সুস্থ হয়ে উঠলে তিনি দেখা করতে আসবেন বলেও জানান মমতা।
 
সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলোমী বসু তার বাবার সম্পর্কে বলেন, ‘আর জ্বর নেই বাবার। শ্বাসকষ্ট আগের থেকে এখন অনেক কম। খেতে পারছেন স্বাভাবিকভাবেই। এখন আগের থেকে অনেকটা নিশ্চিন্ত লাগছে।’

এসজে

আরও পড়ুন