• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২১, ২০১৯, ০২:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২১, ২০১৯, ০২:৪৩ পিএম

তিনটি উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’

তিনটি উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’

ভারত, রাশিয়া ও সিঙ্গাপুরের তিনটি চলচ্চিত্র উৎসবে এবার অংশ নিচ্ছে প্রথম অমনিবাস চলচ্চিত্র ইমপ্রেস টেলিফিল্মের ‘ইতি, তোমারই ঢাকা’। চলচ্চিত্রটি সর্বশেষ গত মাসে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। 

এ পর্যন্ত ‘ইতি, তোমারই ঢাকা’ বিশ্বের প্রায় ১৫টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। আজ বুধবার (২১ আগস্ট) ভারতের শিলিগুড়িতে শুরু হচ্ছে ‘গ্লোবাল সিনেমা ফেস্টিভাল’, এখানে প্রদর্শিত হবে এটি। ২৩ আগস্ট রাশিয়ায় অবস্থিত পৃথিবীর শেষ সীমান্ত হিসেবে পরিচিত সাখালিন শহরে বসছে ‘১০ম সাখালিন ফিল্ম ফেস্টিভাল’। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্রের সাথে প্রদর্শিত হবে ‘ইতি, তোমারই ঢাকা’। ৩০ আগস্ট সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘সিঙ্গাপুর সাউথ এশিয়ান ফিল্ম  ফেস্টিভালেও দেখানো হবো এটি।

গত বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’র ২৩তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ারের মধ্য দিয়ে শুরু হয়েছিল ‘ইতি, তোমারই ঢাকা’র যাত্রা। এরপর ইন্দোনিশিয়া, রাশিয়া, কম্বোডিয়া, কানাডা, ইংল্যান্ড, সাউথ আফ্রিকাসহ ভারতের মুম্বাই, পুনে, জয়পুর, চেন্নাই চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’। চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ঢাকার সাম্প্রতিক চিত্র নিয়ে।

এসজে