• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১২:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১২:৫৫ পিএম

হাসপাতালে ভর্তি জহির রায়হান পুত্র বিপুল রায়হান

হাসপাতালে ভর্তি জহির রায়হান পুত্র বিপুল রায়হান

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জহির রায়হান পুত্র বিপুল রায়হান। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বিপুল রায়হানের মেয়ে ভাষা রায়হান ফেসবুকে লিখেছেন, ‘বাবার অবস্থা সংকটাপন্ন এ মুহূর্তে’। জানা যায়, চিকিৎসকের পরামর্শে সিসিইউতে রাখা হয়েছে নাট্যকার ও নির্মাতা বিপুল রায়হানকে।

২০১৫ সালে দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর হাসপাতালে ভর্তি হন বিপুল রায়হান। তখন তার হার্টে রিং বসানো হয়। এরপরও ধমনিতে বাধা রয়ে গেছে বলে জানান চিকিৎসকরা। সেই সাথে তার ফুসফুস ও কিডনিতেও জটিলতা রয়েছে। তখন তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।

বিপুল রায়হান প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হান ও অভিনেত্রী সুমিতা দেবীর বড় ছেলে। নির্মাণ ক্যারিয়ারে ৫০টির বেশি নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেছেন বিপুল রায়হান। তাছাড়া ‘দেয়াল’ ও ‘জাগে আমার প্রাণ’ নামে দুটি স্বলদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি।

এসজে