• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০১:১০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০১:১০ পিএম

‘ডিগ্রিধারী চান্দু মামা’ প্রাণ রায়

‘ডিগ্রিধারী চান্দু মামা’ প্রাণ রায়

‘ডিগ্রিধারী চান্দু মামা’ শহরের একটি বেসরকারি অফিসে পিয়নের চাকরি করেন। অফিসের বসের সাথে তার সম্পর্ক খুবই ভালো। বস চান্দুকে খুবই পছন্দ করেন। এক দিন শখ করে বস তার ডক্টরেট প্রাপ্তির গল্প বলে চান্দুকে এবং সার্টিফিকেটি দেখায়। তাতে চান্দু স্বপ্ন দেখতে থাকে নিজেকে একজন ডিগ্রিধারী হিসেবে প্রতিষ্ঠিত করবে। 

চান্দু তার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এক সুযোগে বসের ডক্টরেট সার্টিফিকেট নিয়ে চলে আসে গ্রামে...। এখানে এসে চান্দু ‘ডক্টরেট সার্টিফিকেটে’র খবর নিজেই গ্রামের মানুষদের কাছে বিভিন্ন কৌশলে ছড়াতে থাকে। এমনকি তার বউকেও এর প্রচারের কাজে নামিয়ে দেয়। এরপর ঘটতে থাকে মজার মজার ঘটনা...। 

কমেডি ধাঁচের এ টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন ইরানী বিশ্বাস। এতে চান্দুমামা চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায় এবং স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন শানারেই দেবী শানু। আরো অভিনয় করেছেন রিমু রোজা খন্দকার, সুব্রত, শামীম হাসান সরকার প্রমুখ। চ্যানেল আইতে প্রচার হবে আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে।

এসজে