• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৯, ০৭:০২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৮, ২০১৯, ০৭:০২ পিএম

এবার মহাখালীতে স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা, শনিবার উদ্বোধন

এবার মহাখালীতে স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা, শনিবার উদ্বোধন
উদ্বোধনের অপেক্ষায় স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা -ছবি : মেজবাহ উদ্দিন আহমেদের ফেসবুক থেকে নেয়া

যেখানে একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে, সেখানে একটার পর একটা সিনেপ্লেক্স খুলে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। রাজধানীর মহাখালীতে সেনা কল্যাণ সংস্থার নবনির্মিত এসকেএস টাওয়ারে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তারকাখচিত আয়োজনের মধ্যে সিনেপ্লেক্সটি উদ্বোধন করা হবে।

গুলশান, বনানী, বাড্ডা, মহাখালী, রামপুরাসহ ঢাকা উত্তরের সিনেপ্রেমিদের কাছে এ খবরটা নিঃসন্দেহে আনন্দের। কথাগুলো বললেন, স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ম্যানেজার ও বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।

তিনি জানান, এসকেএস টাওয়ারে মোট তিনটি হল থাকবে। যেখানে রোববার (২০ অক্টোবর) থেকে দর্শকরা সিনেমা দেখতে পারবেন।

পান্থপথের বসুন্ধরা সিটি ও ধানমণ্ডির সীমান্ত সম্ভাভের পর এসকেএস টাওয়ারেও নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তির সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা থাকছে।

তিন ক্যাটাগরির আসন বিন্যাস থাকবে। রেগুলার চেয়ারের পাশাপাশি নতুন সংযোজন হচ্ছে লাউঞ্জার এবং সেমি রিক্লাইনার ক্যাটাগরি। বিলাসবহুল এসব ক্যাটাগরিতে দর্শকরা আরও আরামে সিনেমা উপভোগ করতে পারবেন।

নতুন সিনেপ্লেক্স চালু প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল জানান, মিরপুর, উত্তরা, পূর্বাচলসহ বিভিন্ন স্থানে আরও ২০টি মাল্টিপ্লেক্স এবং দেশব্যাপী ১০০টি মাল্টিপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে।

দেশীয় দর্শকদের বিশ্বমানের সিনে থিয়েটার উপহার দেয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স।

হলিউডের নতুন নতুন সব ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে সেখানে। অল্প কয়েক বছরেই সিনেমা প্রেমীদের প্রিয় নাম হয়ে ওঠে ‘স্টার সিনেপ্লেক্স’।

এসএমএম

আরও পড়ুন