• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০১৯, ০৪:২১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৮, ২০১৯, ০৪:২১ পিএম

অপর্ণা-সৌমিত্রের প্রেমের রসায়ন ‘বহমান’

অপর্ণা-সৌমিত্রের প্রেমের রসায়ন ‘বহমান’
‘বহমান’ চলচ্চিত্রের কুশীলবরা-ইন্ডিয়ান এক্সপ্রেস

‘সমাপ্তি’ যখন ‘বহমান’। একটু অসুবিধা হচ্ছে তো। প্রথম দেখা ‘সমাপ্তি’-তে, তারপর একে একে ‘আকাশ কুসুম’ (১৯৬৫), ‘বাক্স বদল’ (১৯৭০), ‘জীবন সৈকতে’ (১৯৭২), ‘বসন্ত বিলাপ’ (১৯৭৩), সেলুলয়েডে নিজেদের পথ দৃঢ় করেছেন অপর্ণা-সৌমিত্র জুটি।

ফের ২০০০ সাল, ‘পারমিতার একদিন’ ছবিতে দেখা গেল চিরসবুজ এই জুটিকে। ‘বসু পরিবার’-এর টানা পোড়েন সামলে এবার তারা ‘বহমান’-তার পথে।

এত গৌরচন্দ্রিকার বোধহয় প্রয়োজন নেই, বুঝতেই পারছেন কথা বলছি তাদের পরের ছবি ‘বহমান’ নিয়ে। সম্প্রতি কলকাতার এক পাঁচতারা হোটেলে জাঁকজমক করেই হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। সেখানে উপস্থিত ছিলেন অপর্ণা-সৌমিত্র সহ ছবির অন্যান্য কলা-কুশলীরা।

সম্পর্কের টানাপোড়েন কখন যে বুনোন আলগা করে তারই ঝলক দেখা যাবে ছবিতে। পঞ্চাশ বছর পর সেলিমের সঙ্গে দেখা মাধুরীর। দু’জনেই বয়সের এপ্রান্তে পৌঁছেছে, বদলেছে তাদের জীবনের সম্পর্কের সমীকরণগুলো। কিন্তু পঞ্চাশ বছর আগের মাধুরী-সেলিমের আবেগ একই জায়গায়। দুটো মানুষ একসঙ্গে থাকার কথা ভাবলেও তাদের মধ্যে এখন মাধুরীর ছেলে সুব্রত রয়েছে। পুত্রবধূ জয়ীতা যতই সে জল গলানোর চেষ্টা করুক, শেষ পর্যন্ত কোথায় যাবে পরিণতি?

অনুমিতা দাশগুপ্ত পরিচালনায় এই গল্পই আসতে চলেছে বড়পর্দায়। পরিচালক হিসাবে এটি অনুমিতার দ্বিতীয় ছবি। ছবিতে মাধুরী ও সেলিমের ভূমিকায় অপর্ণা-সৌমিত্র এবং অপর্ণা সেনের ছেলে ও পুত্রবধূর চরিত্রে ব্রাত্য বসু-অর্পিতা চট্টোপাধ্যায়, এছাড়াও রয়েছেন সোহাগ সেন, গৌতম হালদার সহ বহু কলাকুশলী।

অপর্ণা-সৌমিত্র জানালেন তাদের অভিজ্ঞতার কথা। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন তন্ময় বোস। ২৯ নভেম্বর (শুক্রবার) মুক্তি পাবে ‘বহমান’।

এসএমএম

আরও পড়ুন