• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০১৯, ০৮:৩৪ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৬, ২০১৯, ০৮:৪০ এএম

ফের হাসপাতালে ভর্তি এটিএম শামসুজ্জামান

ফের হাসপাতালে ভর্তি এটিএম শামসুজ্জামান
এটিএম শামসুজ্জামান - ফাইল ছবি

আবারো আকস্মিক অসুস্থ হয়ে সোমবার (২৬ নভেম্বর) বিকালে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামান।

এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ কলি বিষয়টি নিশ্চিত করেছেন।

কলি জানান, গত তিন বা চারদিন ধরে খুব অসুস্থবোধ করছিলেন তিনি। পেটে গ্যাস ফম করার কারণে বেশ অস্বস্তি বোধ করছিলেন। সেইসাথে পায়ূপথেরও সমস্যা বোধ করলে গতকাল সোমবার বিকালে তাকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার ট্রিটমেন্ট করছেন। জানিয়েছেন দুয়েকদিনের মধ্যেই বাসায় নিয়ে যেতে পারবো।

এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবনের শুরু ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর বিষকন্যা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে।

প্রথম কাহিনী ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন জলছবি ছবিতে। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন। প্রথমদিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন তিনি। অভিনেতা হিসেবে তিনি চলচ্চিত্র পর্দায় আত্মপ্রকাশ করেন ১৯৬৫ সালের দিকে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের নয়নমণি ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য আজও তিনি দর্শকের কাছে নন্দিত।

এইচএম/একেএস

আরও পড়ুন