• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০১৯, ০২:৪২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৭, ২০১৯, ০২:৪৩ পিএম

প্রথবার বাংলাদেশে সিনেমা করছেন দেব

প্রথবার বাংলাদেশে সিনেমা করছেন দেব

এই প্রথম বাংলাদেশের প্রযোজিত সিনেমা ‘মিশন সিক্সটিন’ এ অভিনয় করছেন দেব। এর পুরো টিম থাকবে বাংলাদেশের। কলকাতার মধ্যে শুধু দেবই অভিনয় করছে এই সিনেমাটিতে। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। সব ঠিক থাকলে এটি মুক্তি পাবে আগামী বছর ঈদে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার এক অভিজাত ক্লাবে লাইভ টেকনোলজির তত্ত্বাবধানে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি বসলেন দেব।

এতে উপস্থিত হয়ে দেব জানালেন, ২৯ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পাচ্ছে তার অভিনীত কলকাতার ছবি ‘পাসওয়ার্ড’। ‘পাসওয়ার্ড’ ছবিটি বাংলাদেশে প্রদর্শনের অনুমতি দেয়ার জন্য তিনি কৃতজ্ঞতা জানান বাংলাদেশের তথ্য ও বাণিজ্য মন্ত্রণালয়কে। এসময় সবাইকে অনুরোধ করেন, ২৯ নভেম্বর থেকে ‘পাসওয়ার্ড’ ছবিটি হলে গিয়ে দেখার।

এসময় সংবাদ সম্মেলনে দেবের সঙ্গে কলকাতা থেকে আরও এসেছেন ‘পাসওয়ার্ড’ ছবির নায়িকা রুক্মিণী মৈত্র। আরও ছিলেন বাংলাদেশের নতুন নায়ক শান্ত, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ অনেকেই।

বাংলাদেশ সম্পর্কে আবেগঘন কণ্ঠে বলেন, ‘বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। যতবার এখানে এসেছি কিংবা বিশ্বের যেখানেই গেছি- এখানকার মানুষ কতোটা ভালো, কেমন আপ্যায়ন করেন- সেটা শুধু দুচোখ ভরে দেখেছি আর মুগ্ধ হয়েছি। এই দেশের মানুষের মতো অতিথিপরায়ণ গোটা পৃথিবীতে নেই। এটা আগেও বহুবার বলেছি। ধন্যবাদ বাংলাদেশ।’

এটুকু বলতেও দ্বিধা করেননি দেব, ‘আমাকে নিয়ে পশ্চিমবঙ্গে যতটা আগ্রহ দেখেছি, তারচেয়ে বেশি উৎসাহ দেখেছি বাংলাদেশের দর্শকদের কাছে।’
 
বাংলা ছবি বাঁচানোর লক্ষ্যে দেবের আহ্বান, ‘এখনই সময়, একসঙ্গে একহয়ে দুই বাংলায় একই দিনে ছবি রিলিজের। কারণ ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য সবাইকে এক হতে হবে। এই বাংলা ভাষার লোক পৃথিবীজুড়ে ছড়িয়ে আছে- তাদের জন্য আমাদের এই লড়াইটা করতে হবে। এবারের লড়াই বাঙালিয়ানার।’

শাকিব খান ও জয়া আহসানের প্রসঙ্গ টেনে এনে কলকাতার জনপ্রিয় এই নায়ক বলেন, ‘দুই বাংলায় শাকিব ভাই আর জয়া আহসান কাজ করছেন। আমি চাই সামনের দিনগুলোতে দুই বাংলার শিল্পীদের এই কাজের পরিমাণ ও পরিধিটা আরও বাড়ুক। মূলত সেই স্বপ্ন নিয়েই আমি আজ ঢাকায় এসেছি।’

প্রথম বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় প্রসঙ্গে দেব বলেন, ‘অনেক আগেই বাংলাদেশের ছবিতে অভিনয়ের ইচ্ছা ছিল। কিন্তু মনের মতো প্রস্তাব পাইনি। বেশিরভাগ প্রস্তাব ছিল যৌথ প্রযোজনার। কিন্তু আমি তো চাইছি কমপ্লিট বাংলাদেশের ছবি করতে। কারণ, এই দেশটির প্রতি আমার আজন্ম মুগ্ধতা। অবশেষে শাপলা মিডিয়ার মাধ্যমে সুযোগটা এলো। শুটিং শুরু হবে শিগগির। আর আসছে ঈদে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে। আশা করছি দেখা হচ্ছে ঈদে, বাংলাদেশের পর্দায়।’


টিএফ