• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২০, ১২:২৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২০, ১২:৩৫ পিএম

৯২তম অস্কার

ইতিহাস গড়লো দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’

ইতিহাস গড়লো দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’
পুরস্কার মঞ্চে ‘প্যারাসাইট’ চলচ্চিত্রের কলা-কুশলিরা ● দি নিউ ইয়র্ক টাইমস

৯২তম অস্কারে দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’ গড়লো ইতিহাস। এই প্রথম কোনও বিদেশি ভাষার সিনেমা পেলো সেরা চলচ্চিত্রের পুরষ্কার। সেরা চিত্রনাট্য, সেরা পরিচালক ও সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্যও পুরস্কৃত হয়েছে চলচ্চিত্রটি।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত আটটায় (বাংলাদেশ সময় ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর।

৯২তম একাডেমি অ্যাওয়ার্ডসে জোকারের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন হোয়াকিন ফিনিক্স। জুডির জন্য সেরা অভিনেত্রীর খেতাব উঠেছে রেনে জলওয়াকারের হাতে।

‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন ব্র্যাডপিট। সেরা অ্যানিমেটেড মুভি ‘টয় স্টোরি ফোর’।

এবারের অস্কারে সর্বোচ্চ ১১টি বিভাগে মনোনয়ন পেলেও জোকার পেয়েছে মাত্র দুইটি পুরস্কার। তিনটি পুরস্কার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নাইনটিন সেভেনটিন। দুটি পুরস্কার জিতেছে ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড।

এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দেয়া হয় অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

প্যারাসাইট এর একটি দৃশ্য

দেখে নেয়া যাক কাদের হাতে উঠলো অস্কার— 

সেরা ছবি : প্যারাসাইট
সেরা অভিনেতা : জোয়াকুইন ফোনিক্স
সেরা অভিনেত্রী : রেনে জেলওয়েগার
সেরা পরিচালক : বং জুন হো
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম : প্যারাসাইট
সেরা সহ অভিনেতা : ব্র্যাড পিট
সেরা সহ অভিনেত্রী : লরা ডার্ন
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম : টয় স্টোরি ফোর
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ফিল্ম : হেয়ার লাভ
সেরা মৌলিক চিত্রনাট্য : প্যারাসাইট
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য : জোজো র‍্যাবিট
সেরা লাইভ অ্যাকশন শর্ট : দ্য নেবার্স উইন্ডো
সেরা প্রোডাকশন ডিজাইন : ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড
সেরা কস্টিউম ডিজাইন : লিটন উমেন (জ্যাকুলিন ডুরান)
সেরা প্রামাণ্যচিত্র : ওবামা-মিশেলের ‘আমেরিকান ফ্যাক্টরি’
সেরা প্রামাণ্যচিত্র শর্ট : লার্নিং টু স্কেটবোর্ড ইন আ ওয়ারজোন
সেরা সাউন্ড এডিটিং : ফোর্ড ভার্সেস ফেরারি
বেস্ট সাউন্ড মিক্সিং : ১৯১৭ (মার্ক টেলর ও স্টুয়ার্ট উইলসন)
সেরা মৌলিক গান : লাভ মি অ্যাগেইন (রকেটম্যান)
সেরা সেরা ওরিজিনাল স্কোর : জোকার
মেকআপ ও হেয়ারস্টাইল : বোম্বশেল
সেরা ভিজুয়েল এফেক্ট : ১৯১৭
সেরা সিনেমাটোগ্রাফি : ১৯১৭ (রজার ডিয়াকিংস)

এসএমএম