• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৬, ২০২০, ০৮:০১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৬, ২০২০, ১০:৫৭ পিএম

বরেণ্য সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের জীবনাবসান

বরেণ্য সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের জীবনাবসান
আজাদ রহমান

বরেণ্য সঙ্গীতজ্ঞ আজাদ রহমান আর নেই।

শনিবার (১৬ মে) রাজধানী শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে হৃৎরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজাদ রহমানের বোন মাসুমা মান্নান লীনা জানান, শুক্রবার (১৫ মে) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলছিল। শনিবার (১৬ মে) বিকেল সাড়ে চারটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজাদ রহমান।

তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী এবং তিন মেয়ে রেখে গেছেন।

আজাদ রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা শোক বার্তায় সঙ্গীতাঙ্গনে আজাদ রহমাদের অবদানের কথা স্মরণ করেন তারা। তারা বলেন, আজাদ রহমানের মৃত্যুতে সঙ্গীত জগতে এক শূন্যতার সৃষ্টি হল। শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘মনেরও রঙে রাঙাব’, ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’, ‘এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি’সহ বহু গানের সঙ্গে জড়িয়ে আছেন আজাদ রহমান। কোনওটির সুরকার তিনি, কোনওটির সঙ্গীত পরিচালক।

তিনি ছিলেন একাধারে সঙ্গীত পরিচালক, শিল্পী, গীতিকার, চলচ্চিত্র নির্মাতা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সংগীত পরিচালক আজাদ রহমান ১৯৪৪ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন।

তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে খেয়ালে স্নাতক সম্পন্ন করেন। কলকাতার জনপ্রিয় বাংলা ছবি ‘মিস প্রিয়ংবদা’র সঙ্গীত পরিচালনা দিয়ে চলচ্চিত্রের গানে তার পথচলা শুরু। এই ছবিতে তার পরিচালনায় গান গেয়েছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও আরতি মুখোপাধ্যায়।

বাংলাদেশে তিনি প্রথম সঙ্গীত পরিচালনা করেন বাবুল চৌধুরী পরিচালিত ‘আগন্তুক’ ছবিতে। এরপর ‘বাদী থেকে বেগম’, ‘এপার ওপার’, ‘পাগলা রাজা’, ‘অনন্ত প্রেম’, ‘আমার সংসার’, ‘মায়ার সংসার’, ‘দস্যুবনহুর’, ‘ডুমুরের ফুল’, ‘মাসুদ রানা’সহ বহু ছবির সঙ্গীত পরিচালনা করেছেন তিনি।

বাংলা একাডেমি থেকে দুই খণ্ডে প্রকাশিত হয়েছে আজাদ রহমানের লেখা সঙ্গীতবিষয়ক বই ‘বাংলা খেয়াল’। বাংলাদেশে স্বাস্থ্য সচেতনতা নিয়ে তিনি নির্মাণ করেছিলেন ‘গোপন কথা’ নামের একটি সিনেমা।

এসএমএম

আরও পড়ুন