• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৫, ২০২০, ০৬:০৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৫, ২০২০, ০৬:১৩ পিএম

র‍্যাব কার্যালয় থেকে ফিরে যা বললেন সঙ্গীতশিল্পী নোবেল

র‍্যাব কার্যালয় থেকে ফিরে যা বললেন সঙ্গীতশিল্পী নোবেল
সঙ্গীতশিল্পী মাঈনুল আহসান নোবেল ● সংগৃহীত

ফেসবুক পেজে দেয়া নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ‘সারেগামাপা’খ্যাত সঙ্গীতশিল্পী মাঈনুল আহসান নোবেল।

এক ভিডিওবার্তায় তিনি নিজের ভুল স্বীকার করেছেন। পাশাপাশি বিভ্রান্তিমূলক স্ট্যাটাসগুলোও মুছে দিয়েছেন তার ফেসবুক পেজ থেকে। নানান সমালোচনা এবং র‍্যাব কার্যালয় থেকে ফিরে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

ভিডিও বার্তার শুরুতেই দেশবাসীকে ঈদ মোবারক জানিয়ে নোবেল বলেছেন, আমি মনে হয় বেশি বেশি করে ফেলেছি। মানুষ আমার ওপরে ক্ষিপ্ত অবস্থায় আছেন। সে জন্য আমি আন্তরিক ক্ষমাপ্রার্থী এবং দুঃখিত।

ভিডিও বার্তায় তিনি আরও বলেছেন, আমি ব্যক্তিগতভাবে কারও ওপর আক্রমণ করে কিছু বলিনি। আমি সব সময় আমার ফেসবুক পেজে বলে এসেছি আমি যা কিছু করেছি আমার গানের প্রচারের জন্য করেছি। তারপরও কষ্ট পেলে আমাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এসএমএম

আরও পড়ুন