• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২০, ০২:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২০, ০২:৫৯ পিএম

নারী পাচারের গল্পে নাটক

নারী পাচারের গল্পে নাটক
‘ইচ্ছ দহন’ নাটকে সজল-নাদিয়া। ছবি- সংগৃহিত

জামশেদের মূল ব্যবসা নারী পাচার। নানা কৌশলে গ্রাম কিংবা শহর থেকে দালালের মাধ্যমে মেয়েদের সে ঢাকা নিয়ে এসে। এবার চোখ পড়েছে তারই অফিসের নাইট গার্ডের মেয়ে অন্তরার ওপর।

এ গল্প ‘ইচ্ছে দহন’ নাটকের। সমসাময়িক বিষয়ে নিয়ে তৈরি করেছেন দিপু হাজরা। রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ।

এর পর দেখা যাবে— টাকার লোভে বাবার বয়সী এক লোককে বিয়ে করতে হয় অন্তরার। বিয়ের পর তেমন সুখ ছিল না অন্তরার সংসারে। মূলত তাকেও পাচার করার জন্যই এমন গল্প সাজানো হয়েছে। বিষয়টি অন্তরা টের পায়। একদিন কাক ডাকা ভোরে বাড়ি থেকে পালিয়ে যায়। আচমকা উবার ড্রাইভার জোসেফের গাড়ির ওপর এসে পড়ে অন্তরা, ঘটে মারাত্মক দুর্ঘটনা।

সম্প্রতি রাজধানীর পার্শ্ববর্তী আমিন বাজারের মধুমতি মডেল টাউনে নাটকটির শুটিং হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আব্দুন নূর সজল, সালাহ্ খানম নাদিয়া, এস এম মহসিন প্রমুখ।

‘ইচ্ছে দহন’ প্রযোজনা করছে বিটুএ ভিশন। খুব শিগগিরই প্রচার হবে টেলিভিশনে।

জাগরণ/এমএইচ

আরও পড়ুন