• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২০, ০৭:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০২০, ০৭:৪৯ পিএম

করোনার ধাক্কা কাটিয়ে মঞ্চে ফিরছে পালাকার

করোনার ধাক্কা কাটিয়ে মঞ্চে ফিরছে পালাকার

করোনার ধাক্কা কাটিয়ে জাতীয় নাট্যশালায় মঞ্চ নাটকের প্রদর্শনী শুরু হতে চলেছে আগামী ২৩ অক্টোবর থেকে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাট্যদল পালাকার।

প্রথম দিনে পালাকার মঞ্চস্থ করবে সৈয়দ ওয়ালীউল্লাহ এর উজানে মৃত্যু। নাটকটির নির্দেশনা দেবেন শামীম সাগর।

পালাকার জানায়, গত সাতমাসে মানুষ মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছে সাধারণ মানুষ। পালাকার মনে করে থিয়েটারের মতো কর্মকাণ্ড মানুষের মানসিক প্রশান্তি এনে দিতে সক্ষম এবং ট্রমাগস্ততা থেকে বের করে আনতেও সাহায্য করে। বর্তমানের নিও নর্মাল জীবনে মানুষ যত বেশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবে ততোই মানসিক সুস্থতা বাড়তে থাকবে বলে বিশ্বাস তাদের।

সাংস্কৃতিক অঙ্গন খুলে দেওয়ায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিদ্ধান্তকে স্বাগত জানায় তারা।

আর উজানে সৈয়দ ওয়ালিউল্লাহর উজানে মৃত্যু হতাশার কথা বললেও পালাকারের উজানে মৃত্যু হতাশা কাটিয়ে নতুন করে জীবনকে সমুখে চালিত করবার স্বপ্ন দেখায়। সেদিক থেকে এই সময়ে উজানে মৃত্যু’র প্রদর্শনী সময়োপযোগী এবং যথাযথ বলে মনে করেন তারা।

নাটকটির প্রদর্শনী অনুষ্ঠানে পালাকারের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রদর্শনীর স্থান : জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।