• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২০, ১২:২৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩১, ২০২০, ১২:২৯ পিএম

যৌনতার প্রয়োজন আছে, তবে আমি...  

যৌনতার প্রয়োজন আছে, তবে আমি...  

কলকাতার হট অ্যান্ড গ্ল্যামারাস অভিনেত্রী শ্রীলেখা মিত্র। খোলামেলা আর ঘনিষ্ঠ সব দৃশ্যে সাবলীল অভিনয় করার জন্যই টালিগঞ্জে তার আলাদা গ্রহণযোগ্যতা। তবে নানা বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সময় বিতর্কের মুখে পড়েছেন তিনি। এবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নতুন করে আলোচনায় এই অভিনেত্রী।

সাম্প্রতি শ্রীলেখা তার ভেরিফায়েড ফেসবুকে দুটি ছবি পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন—‘সেক্সারসাইজ নয়, এক্সারসাইজে গ্লো করছি।’ এরপর থেকে পোস্টে বাড়ছে লাইক, কমেন্টস।

কিন্তু হঠাৎ কেন ‘সেক্সারসাইজ’ ও ‘এক্সারসাইজ’ শব্দ নিয়ে ব্যস্ত হলেন শ্রীলেখা? বিষয়টি ব্যাখ্যা করে ভারতীয় গণমাধ্যমে এ অভিনেত্রী বলেন, আমার চিকিৎসক বলেছিলেন, যৌনতা নিয়ে আমাদের দেশে হাজার ট্যাবু। কিন্তু নিত্যদিনে যৌনতারও প্রয়োজন আছে! শারীরিক মিলন অবসাদ কাটিয়ে হ্যাপি হরমোনের ক্ষরণ বাড়ায়। এজন্য যৌনতার পর মানুষ অনেকটা রিল্যাক্স বোধ করে। একই উপকার পাওয়া যায় নিয়মিত শরীরচর্চা করলেও। আমি চেষ্টা করছি, নিয়মিত এক দেড় ঘণ্টা যোগাভ্যাসের। আর এজন্য এখনো ঝলমলে, সতেজ। এই কথাই স্ট্যাটাসে বলতে চেয়েছি।

জাগরণ/এমআর