
ঢাকাই ছবির কুইনখ্যাত আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। একটা সময় দেশের সিনেমা হলগুলোতে তারই রাজত্ব ছিলো। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বছরের পর বছর সুপারহিট সব ছবি তিনি উপহার দিয়েছেন। অনেকদিন হলো নতুন কোনো সিনেমা নেই তার। তবে বেশ কিছু সিনেমাতে কাজ করা হলেও কোনোটিই মুক্তি পায়নি। সেই দীর্ষ বিরতি কাটতে চলেছে। চলতি ডিসেম্বর মাসেই সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অপুর নতুন সিনেমা ‘প্রিয় কমলা’।
এই ছবিটির পরিচালক শাহরিয়ার নাজিম জয়। তিনি জানান, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘প্রিয় কমলা’র শুটিং এরইমধ্যে শেষ করেছি। এতে অপুর সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন বাপ্পি চৌধুরী। টানা ১৮ দিন কাজ করে শুটিং শেষ করেছি ছবির। আগামী সপ্তাতে ছবির ডাবিং শুরু হবে। এ ছবিতে অপু বিশ্বাস অভিনয় করেছেন একজন ‘বীরাঙ্গনা’র চরিত্রে।
জয় আরো বলেন, পরিকল্পনা আছে আসছে বিজয় দিবসে ‘প্রিয় কমলা’ ছবিটি মুক্তি দেওয়ার। সবকিছু অনুকূলে থাকলে মিস হবে না।
এ প্রসঙ্গে অপু বলেন, এ ধরনের চরিত্রে এই প্রথমবার কাজ করা হলো। অভিজ্ঞতা খুবই দারুণ। আমি মনে করছি ক্যারিয়ারের অন্যতম একটি কাজ করলাম। তৃপ্তি পেয়েছি। দর্শক ছবিটি উপভোগ করলে আরও শ্রম সফল হবে আমার।
জাগরণ/এমআর