• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২১, ০৩:০৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৭, ২০২১, ০৩:১৫ পিএম

শহরে নতুন সিরিয়াল কিলার ‘হায়দার’

শহরে নতুন সিরিয়াল কিলার ‘হায়দার’

একজন সিরিয়াল কিলার। মানুষ খুন করা যার নেশা। অবাক করা বিষয় হলো, খুন করে মৃতদেহের শরীরের লিখে রাখে একটাই তারিখ, ১৭ এপ্রিল। খুনির কোনো খোঁজ পায় না পুলিশের গোয়েন্দা বিভাগ। একটা সময় সিরিয়াল কিলারকে খুঁজে বের করার দায়িত্ব পড়ে পুলিশ অফিসার মেহেরাবের কাঁধে। 

মেহরাব কি পারবে এই খুনের কূলকিনারা বের করতে? জানতে হলে দেখতে হবে ওয়েব ফিল্ম ‘হায়দার’। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আনুশ। এর গল্পও লিখেছেন পরিচালক নিজেই। 

ওয়েব ফিল্ম সম্পর্কে আনুশ বলেন, “ভিন্নধর্মী একটি গল্পে কাজ করলাম। প্রচুর থ্রিল ও রহস্য আছে ওয়েব ফিল্মটিতে। এ ধরনের গল্পে দেশে কোনো কাজ হয়নি বলে আমার মনে হয়। দর্শক যখন এটি দেখতে বসবেন তখন শেষ না করে উঠতে পারবেন না।”

ব্রাহ্মণবাড়িয়া জেলার খেওয়াই, আখাউড়া, আশুগঞ্জ ও কেরানিগঞ্জে ‘হায়দার’-এর শুটিং হয়েছে। এতে নাম ভূমিকার অভিনয় করেছেন আশিষ খন্দকার। এ ছাড়া আছেন রুকাইয়া জাহান চমক, মনিরা মিঠু, লুৎফুর রহমান জজ, মামুন, রওনক জাহান রাকা, ইকবাল, সেতু, বাপ্পি, আনোয়ার প্রমুখ। পয়লা বৈশাখে যেকোনো একটি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি। 
 

আরও পড়ুন