• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২১, ০৫:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৩, ২০২১, ০৫:৩৯ পিএম

প্রতি সপ্তাহে নেটফ্লিক্সে নতুন সিনেমা

প্রতি সপ্তাহে নেটফ্লিক্সে নতুন সিনেমা

করোনায় বিশ্ব চলচ্চিত্রে নেতিবাচক প্রভাব ফেলেছে। বন্ধ হয়েছে সিনেমা হল। সেই সময়টায় মানুষ নির্ভর হয়ে পড়েছে ওটিটি প্ল্যাটফর্মের ওপর। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে বিনোদনের এই মাধ্যমের জনপ্রিয়তা। এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিনেমা হলে মুক্তি পাবে কোনো কোনো হলিউড সিনেমা। এই সুযোগ মুক্তির অপেক্ষায় থাকা ইউনিভার্সেল বা প্যারামাউন্টের সিনেমাগুলো ক্রয়ের চেষ্টা করবে নেটফ্লিক্স। 

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে নেটফ্লিক্স জানিয়েছে, বছরজুড়ে ৭০টির বেশি সিনেমা মুক্তি পাবে নেটফ্লিক্সে। ডুয়েইন জন্সন, রায়ান রোনাল্ডস ও গ্যাল গ্যাদত ভিডিওটি সঞ্চালনা করেন। এ তিন তারকার সিনেমা রেড নোটিশও দেখা যাবে নেটফ্লিক্সে।

প্রতি সপ্তাহে একটি করে নতুন সিনেমা মুক্তির পরিকল্পনা নেটফ্লিক্সের। এর মধ্যে ২৭টি সিনেমার নাম প্রকাশ করা হয়েছে। অন্যান্য ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নেটফ্লিক্স আরো সিনেমা এবং সিরিজ কেনার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে।