• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২১, ০৪:২৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৪, ২০২১, ০৪:৩১ পিএম

মাস্ক না পরায় দোকান থেকে ফেরত গেলেন ব্রুস উইলিস

মাস্ক না পরায় দোকান থেকে ফেরত গেলেন ব্রুস উইলিস

করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের ওপর জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পৃথিবীর সব দেশ এই নিয়ম মেনে চলছে। প্রাত্যহিক কাজে বাইরে যাওয়া, গণপরিবহনে চলার সময় এমনকি নিত্যপণ্যের দোকানে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। 

তবে এবার মাস্ক না পরে ওষুধের দোকানে গিয়ে অপমানিত হলেন হলিউড তারকা ব্রুস উইলিস। কারণ, মাস্ক পরিধান করে দোকানে প্রবেশ করেননি তিনি। 

পেজ সিক্সের সূত্রে জানা গেছে, ব্রুস উইলিস মাস্ক ছাড়াই ওষুধের দোকানে উদ্দেশ্যহীনভাবে হাঁটাচলা করছিলেন। কোনো কিছু কিনতেও দেখা যায়নি তাকে। তার গলায় একটি ব্যান্ডানা বাঁধা ছিল, যেটি দিয়ে অনায়াসেই মুখ ঢাকতে পারতেন অভিনেতা। এমন দায়িত্বহীন আচরণে দোকানে উপস্থিত ক্রেতারা খুবই বিরক্ত হয়েছেন। দোকান কর্তৃপক্ষের তরফ থেকে ব্রুস উইলিসকে কোনো কেনাকাটা না করেই বের করে যেতে বলা হয়।

পরে অভিনেতা এক ম্যাগাজিনে দেওয়া বক্তব্যে দুঃখ প্রকাশ করেছেন। ব্রুস উইলিস বলেছেন, তিনি ভুল করেছেন। ভক্তদের মাস্ক পরে নিরাপদ থাকার জন্যও অনুরোধ করেছেন অভিনেতা।