• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২১, ০৯:৫৩ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৫, ২০২১, ১২:০২ পিএম

শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এ স্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে ‘১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’।  ১৬ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই আসর।

উৎসবটি প্রতিবারের মতো আয়োজন করছে রেইনবো ফিল্ম সোসাইটি। বিশ্বের প্রখ্যাত নির্মাতাদের নতুন নতুন চলচ্চিত্র নিয়ে সাজানো হয়েছে এ আয়োজনটি। এ আসরে ৮৫টি দেশের ২২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসব আয়োজকরা জানিয়েছেন, রাজধানীর স্টার সিনেপ্লেক্স, বাংলাদেশ শিল্পকলা একাডেমি,  কেন্দ্রীয় গণগ্রন্থাগার, বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে সিনেমাগুলো দেখানো হবে।

আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল সিনেমা হলগুলোর পাশাপাশি প্রথমবারের মতো ভার্চুয়াল প্ল্যাটফর্মও ব্যবহার করবে।

উদ্যোক্তারা জানিয়েছেন, আগ্রহী চলচ্চিত্র পরিচালকরা তাদের বিভিন্ন চলচ্চিত্র এবং এই সংক্রান্ত তথ্য পাঠাতে পারবেন উৎসব কমিটিকে। অথবা চলচ্চিত্র উৎসবের নিজস্ব ওয়েবসাইটেও যোগাযোগ করতে পারবেন।

মোট ৮টি বিভাগে সিনেমাগুলো দেখানো হবে। বিভাগগুলো হলো সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশু চলচ্চিত্র বিভাগ, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট এবং স্বতন্ত্র ফিল্ম বিভাগ, মহিলা চলচ্চিত্র নির্মাতারা বিভাগ, এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরমা বিভাগ।