
১৯তম ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১’-এ দেখানো হবে অনার্য মুর্শিদ পরিচালিত প্রামাণ্যচিত্র ‘কাসিদা অব ঢাকা’।
আগামী ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘররে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে চলচ্চিত্রটি বিনামূল্যে দেখানো হবে।
অনার্য মুর্শিদ বলেন, “পুরনো ঢাকায় সেহরির আগে কাসিদা গাওয়া হত। প্রযুক্তি আর বিশ্বায়নের প্রভাবে এটা এখন হারানোর পথে। বর্তমানে এই সংস্কৃতিটির কফিনে শেষ পেরেক ঠুকছে ধর্মীয় উগ্রতা। প্রতিদিন কাসিদার মতো এরকম কত সমৃদ্ধ সংস্কৃতিকে আমরা কফিনে মুড়িয়ে রাখি হিসেব নেই! পরিপূর্ণভাবে হারিয়ে যাওয়ার আগে ঢাকাই সংগীতের এই ধারাকে প্রামাণ্যচিত্রে তুলে ধরার প্রাণান্ত চেষ্টা করেছি।”
সম্প্রতি এটি দিল্লির ইন্দুস ভ্যালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়। ছবিটি নির্মাণ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘বাংলাঢোল’।