• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১, ০৪:০৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২১, ০৪:০৭ পিএম

ভালোবাসা দিবসের নাটক ‘টিপু সুলতানা’

ভালোবাসা দিবসের নাটক ‘টিপু সুলতানা’

বিশ্ব ভালোবাসা দিবস সামনে রেখে নির্মিত হয়েছে ‘টিপু সুলতানা’ নাটক। নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন অপূর্ব ও সাবিল নূর। 

নাটকের গল্পে দেকা যাবে, কেন্দ্রীয় চরিত্র টিপু একজন সিএনজি ড্রাইভার এবং গল্পের নায়িকা রিনা গ্যারেজের মহাজনের মেয়ে হিসেবে দায়িত্ব পালন করেন। নাম রিনা হলেও নিজেকে অতি সুন্দরী ভেবে নায়িকা কারিনা দাবি করেন।

অন্যদিকে ড্রাইভার টিপু একজন রাগী প্রকৃতির এবং যাত্রীদের সাথে তিনি সবসময় রেগে কথা বলেন। যার কারণে সব সময় ঝগড়াঝাঁটি লেগেই থাকে। অপরদিকে সিএনজি গ্যারেজে টাকা জমা দেয়া নিয়ে দায়িত্বরত রিনার সাথেও টিপুর ঝগড়া চলে।

নির্মাতা মহিম বলেন, “গল্পের এক পর্যায়ে একদিন ড্রাইভার টিপু গভীর রাতে একটি গর্ভবতী মহিলাকে সিএনজিতে তুলতে অস্বীকার করে। এখান থেকেই মজার গল্পটি বাঁক নেয় সিরিয়াস দিকে। আমি আসলে বরাবরই নাটকের শেষে দর্শকদের একটি সিরিয়াস বার্তা দেয়ার চেষ্টা করি। এখানেই তাই আছে।”