• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১, ০৫:০৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২১, ০৫:১৩ পিএম

শনিবার পর্দা উঠছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের

শনিবার পর্দা উঠছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের

ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন—স্লোগান নিয়ে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। চিলড্রেন্স ফিল্ম সোসাইটির আয়োজনে এবারের আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু হবে ৩০ জানুয়ারি। সপ্তাহব্যাপী এই উৎসবের চতুর্দশতম আয়োজন এটি।
মঙ্গলবার দুপুরে, আঁলিয়স ফ্রঁসেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের নানা বিষয় নিয়ে কথা বলেন আয়োজক কতৃপক্ষ। 

এবারের আয়োজনে বাংলাদেশি শিশুদের নির্মিত ১৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এছাড়া উৎসবে অংশ নেবে ৩৭টি দেশ। দেখানো হবে ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র। খ্যাতনামা নির্মাতাদের নিয়ে থাকবে ছবি বানানোর কর্মশালাও। তবে, পৃষ্ঠপোষকতার বিষয়টি ভাবাচ্ছে আয়োজকদের।

উৎসব পরিচালক ফারিয়া জান্নাত মিম বলেন, “৫০ ভাগ সিট বরাদ্দ রাখা হচ্ছে। এক সিট পর পর আর প্রত্যেকটা সিট ব্লক করে দেওয়া হচ্ছে। এতে করে সামাজিক দূরত্বটা নিশ্চিত হবে।”   

সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতি মুহম্মদ জাফর ইকবাল বলেন, “সকল প্রতিকূলতাকে পাশ কাটিয়ে সফল হবে এবারের উৎসব।”

শনিবার বিকেলে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে উদ্বোধন হবে এবারের আয়োজন। উৎসবজুড়ে তিনটি ভেন্যুতে প্রতিদিন ৪টি করে প্রদর্শনী হবে।