• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১, ০১:৩০ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২২, ২০২১, ০১:৩০ পিএম

মহানায়কের চরিত্রে শাশ্বত, সুচিত্রা হবেন ঋতুপর্ণা

মহানায়কের চরিত্রে শাশ্বত, সুচিত্রা হবেন ঋতুপর্ণা

বড় পর্দায় ফিরছেন উত্তম কুমার! তাঁর জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। ছবির পরিচালক অতনু বসু। যদিও ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি।

কিছুদিন আগে আভাস মিলেছিল, টলিউডে নামের শেষে চট্টোপাধ্যায় আছে এমন কেউ অভিনয় করবেন মহানায়কের চরিত্রে। সেই মোতাবেক ধরে নেওয়া হয়েছিল ছবিতে প্রসেনজিৎ, আবির, পরব্রত কিংবা শাশ্বত অভিনয় করতে পারেন।

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, পর্দায় উত্তমের চরিত্র রূপায়ন করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়া সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। গৌরীদেবীর ভূমিকায় থাকবেন শ্রাবন্তী।

এর আগে মহালয়া ছবিতে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত এবং মহানায়ক ধারাবাহিকে তাঁর চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

জানা গেছে, এ বছর অন্যতম বিগ বাজেটের ছবি হতে চলেছে এটি। প্রায় ৭০ জন অভিনয়শিল্পীকে কাজ করতে দেখা যাবে এই ছবিতে৷

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই ছবিটির জন্য প্রায় ২-৩ বছর ধরে গবেষণা করেছেন পরিচালক। উত্তম কুমারের যেদিকগুলো আজ পর্যন্ত দর্শকের কাছেও অদেখা, অজানা—সেগুলো উঠে আসবে এই সিনেমায়।