
জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া এক শ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল। ইতিমধ্যে ঘোষিত সেই সব সিনেমার মধ্যে ১০টির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে ঢাকা ও আশেপাশের বিভিন্ন এলাকায়।
এই ছবিগুলোর মধ্যে এক পশলা বৃষ্টি শিরোনামের একটি ছবিতে অভিনয় করছেন ঢালিউড চকলেট বয় জয় চৌধুরী। এতে তিনি জুটি বেঁধেছেন আঁচলের সঙ্গে। এছাড়া ছবিতে আছেন কায়েস আরজু। ছবির পরিচালক জাফর আল মামুন।
ছবিটি প্রসঙ্গে জয় বলেন, “এটি একটি সামাজিক প্রেমের গল্পের ছবি। এরকম গল্পের ছবিতে আমাকে আগে দেখা যায়নি। আমার চেষ্টা থাকে নিজের চরিত্র ভালোভাবে ফুটিয়ে তুলতে। এই ছবিতেও সেই চেষ্টা অব্যহত থাকবে। আমি ছাড়াও এতে অভিনয় করছেন আঁচল ও আরজু। তারা দুজনেই খুব ভালো অভিনয়শিল্পী। প্রথমবার একসঙ্গে আমরা সিনেমায় অভিনয় করছি। আশাকরি ভালোকিছু হবে।”
শনিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় সিনেমার শুটিং শুরু হয়েছে। ঢাকার পর্ব শেষ হলে শুটিং ইউনিট উড়াল দেবে কক্সবাজারের উদ্দেশ্যে। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— নানাশাহ, গুলশানারা, রেবেকা, রাজু আহম্মেদসহ আরো অনেকে।