• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৭, ২০২১, ০১:৫২ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৭, ২০২১, ০২:৫২ পিএম

বিজেপিতে মিঠুন চক্রবর্তী

বিজেপিতে মিঠুন চক্রবর্তী

জল্পনার-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপি শিবিরে নাম লেখালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সামনে রেখে রোববার ব্রিগেড সমাবেশ করছে বিজেপি। ব্রিগেড মঞ্চে উপস্থিত হয়ে হাতে তুলে নিলেন পদ্মফুল চিহ্নিত পতাকা। এসময় তার পরনে ছিল ধুতি-পাঞ্জাবি আর মাথায় কালো টুপি।

এর আগে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে মিঠুন চক্রবর্তীর সাক্ষাৎ হয়। মিঠুনের মুম্বাইয়ের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক সারেন ভাগবত। তবে তখন বৈঠকের বিষয়ে আলোকপাত করেননি কোনো পক্ষই।

মিঠুন শুধু জানিয়েছিলেন, তার সঙ্গে ভাগবতের একটা আধ্যাত্মিক সংযোগ রয়েছে। কিন্তু পাশাপাশিই তিনি জানিয়েছেন, এখনও ওই সাক্ষাতে কোনো রাজনৈতিক জল্পনার অবকাশ নেই।

সারদা কেলেঙ্কারিতে জড়িয়ে যারপরনাই বিপর্যস্ত ছিলেন মিঠুন। প্রদেয় অর্থ ফিরিয়ে দিয়ে সেই যাত্রায় বেঁচেছিলেন মিঠুন। একই সঙ্গে রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে ছেড়ে দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার এমপি পদও। তৃণমূল ছেড়ে বিজেপির হয়ে ভোটের প্রচারে নামায় রাজনীতির চমক হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।